তৃণমূলে ফিরতে চেয়ে ৪ ঘণ্টা ধর্না, গঙ্গাজল ছিটিয়ে দলে ফেরান হল বিজেপি কর্মীদের

ইলামবাজারের পর আজ সাঁইথিয়ার বনগ্রামে দেখা মিলল সেই একই দৃশ্যের

Updated By: Jun 18, 2021, 03:31 PM IST
তৃণমূলে ফিরতে চেয়ে ৪ ঘণ্টা ধর্না, গঙ্গাজল ছিটিয়ে দলে ফেরান হল বিজেপি কর্মীদের

নিজস্ব প্রতিবেদন: বীরভূমে চলছে বিজেপি কর্মীদের তৃণমূলে যোগ দানের পর্ব। কোথাও মাইকে ঘোষণা করে বিজেপি কর্মীরা তৃণমূলে ফেরার কথা জানাচ্ছেন। কোথাও তৃণমূল কার্যালয়ের সামনে ধর্নায় বসছেন।

শুক্রবার সাঁইথিয়ায় তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়ে তৃণমূল পার্টি অফিসের সামনে ধর্নায় বসলেন প্রায় ৩০০ বিজেপি কর্মী। শেষপর্যন্ত তাদের তৃণমূলে ফিরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন-ভারতে বিপুল সম্পত্তির মালিক; সন্দেহ হাওয়ালা যোগেরও, সল্টলেকে হানকে জেরা STF-র 

সম্প্রতি ইলামবাজারে কয়েক শো বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। তারপর আজ সাঁইথিয়ার(Sainthia) বনগ্রামে দেখা মিলল সেই একই দৃশ্যের। শুক্রবার সকাল আটটা থেকে বনগ্রামে তৃণমূল কার্যালয়ে প্লাকার্ড হাতে ধর্নায় বসে যান বিজেপি সমর্থকরা। প্লাকার্ডে লেখা, আমরা তৃণমূল কংগ্রেস করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচিতে সামিল হতে চাই। 

তৃণমূল কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টা চারেক এভাবেই বসে থাকেন ওইসব বিজেপি কর্মীরা। বেলা বারোটার পর বনগ্রাম পঞ্চায়েত প্রধান তাদের হাতে ঘাসফুল পতাকা তুলে দেন। পাশাপাশি বিজেপি কর্মীদের উপরে গঙ্গাজল ছিটিয়ে দলে নেওয়া হয় ওইসব বিজেপি কর্মীদের।

আরও পড়ুন-দিল্লি যাত্রা নিয়ে রাজ্যপালকে নিশানা, Dhankhar-এর বরখাস্তের দাবিতে সরব তৃণমূল

জেলায় একের পর এক এভাবে কর্মীদের তৃণমূলে যোগদান নিয়ে বিজেপির দাবি, ঘরে ফিরতে না পেরে ওইসব কর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছেন। পাশাপাশি জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, নিজেদের ভুল বুঝতে পেরেই ওইসব বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.