'সিন্ডিকেট ট্যাক্স' মন্তব্য প্রত্যাহার না করলে অমিতের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি তৃণমূলের
অমিত শাহকে হুঁশিয়ারি দিলেন ডেরেক।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যের শাসক দলের বিরুদ্ধে 'সিন্ডিকেট ট্যাক্স' নেওয়ার অভিযোগে বিঁধেছেন অমিত শাহ। তার পাল্টা অমিতের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন।
এদিন মালদহের জনসভায় অমিত শাহ বলেন, ''বাড়ি বা কারখানা বানাতে দরকার সিমেন্ট। ইট লাগে। পাথর লাগে। এখানে সে জন্য সিন্ডিকেট কর দিতে হয় শাসক দলকে। গুজরাটে সিন্ডিকেট কর লাগে না''। জনতার উদ্দেশে অমিত প্রশ্ন ছোড়েন, এখানে লাগে তো? জোর দিয়ে বলুন কোথায় যায়? যেতে দেবেন কি? সমস্বরে জবাব আসে,'হ্যাঁ, সিন্ডিকেট ট্যাক্স লাগে'। এরপরই অমিতের হুঁশিয়ারি,''তৃণমূলকে উত্খাত করে পদ্ম ফোটান, সিন্ডিকেট ট্যাক্স দিতে হবে না। ১৬টি রাজ্যে ক্ষমতায় আছি, কোথায় সিন্ডিকেট ট্যাক্স দিতে হয় না'।
Has anyone heard of a ‘Syndicate Tax’ in any BJP ruled state?
But under Mamata Didi's rule in West Bengal, everyone has to pay a Syndicate Tax for all sorts of construction work. Everyone knows where this hard earned money of people of Bengal goes to! pic.twitter.com/PEhddQVcPu
— Amit Shah (@AmitShah) January 22, 2019
অমিতের এহেন অভিযোগকে মোটেই ভাল চোখে নিচ্ছে না তৃণমূল। দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ডেরেক ও'ব্রায়েন টুইট করেছেন,''বাংলা, উত্তরপ্রদেশ নয়, যেখানে ঘৃণা ও সাম্প্রদায়িকতা ছড়াতে পারবেন। এখানে শান্তি ও সম্প্রীতি রয়েছে। সিন্ডিকেট ট্যাক্সের অভিযোগ প্রত্যাহার না করে নিলে আপনার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করব''।
“Mr Amit Shah, Bengal is not UP where you are spreading hate and disharmony. There is peace and harmony here. And, if you do not withdraw your wild allegations on “syndicate tax”, we shall charge you with criminal defamation” : Derek
— All India Trinamool Congress (@AITCofficial) January 22, 2019
বাংলায় সিন্ডিকেট রাজের অভিযোগ করে থাকেন বিরোধীরা। এমনকি বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দলকে এনিয়ে সতর্ক করেছেন।
আরও পড়ুন- দেশ-বিদেশ থেকে প্রাপ্ত উপহার নিলামে চড়াচ্ছেন মোদী, জানেন কেন?