Nandigram: নন্দীগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দোলা সেনের গাড়ি ঘিরে বিক্ষোভ কর্মীদের
তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে সমস্যা মেটানোর জন্য আজকে দোলা সেন নন্দীগ্রাম পার্টি অফিসে আসেন
নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা। নন্দীগ্রাম থানা লাগোয়া তৃণমূল পার্টি অফিসের সামনে ঘটেছে এই ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস।
জানা গেছে তাহের ও সুফিয়ান এবং স্বদেশ রঞ্জন দাসের গোষ্ঠীর মধ্যে বচসার জেরে বেঁধেছে গন্ডগোল। নন্দীগ্রামে বিক্ষিপ্তভাবে তৃণমূলের গোষ্ঠী কোন্দল লেগেই রয়েছে। সেই কোন্দল মেটানোর জন্য বৃহস্পতিবার নন্দীগ্রামে গেলেন সুব্রত বক্সী ও দোলা সেন।
দোলা সেন যে পথ দিয়ে যাবেন সেই পথ আটকে বিক্ষোভ দেখায় তাহের গোষ্ঠীর সদস্যরা। তাহের গোষ্ঠীদের অভিযোগ আজকে যে আলোচনা করছেন রাজ্য সভাপতি ও দোলা সেনরা, সেই আলোচনায় তাহের গোষ্ঠীকে ডাকা হয়নি।
আরও পড়ুন: Diamond Harbour: হোটেলের ঘরে ঠাকুমা-নাতনি, বহু ডাকাডাকিতেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই 'হাড়হিম' দৃশ্য
নন্দীগ্রামে দোলা সেন এবং জেলা সভাপতি তুষার মন্ডলকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে সমস্যা মেটানোর জন্য আজকে দোলা সেন নন্দীগ্রাম পার্টি অফিসে এসেছিলেন। তাকে আর পার্টি অফিস পর্যন্ত এগোতে দিচ্ছেনা তাহেরে গোষ্ঠীর তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)