তৃণমূল ছেড়ে বিজেপিতে
পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন একঝাঁক তৃণমূলকর্মী। জলপাইগুড়ির মালবাজারের ঘিস বস্তি এলাকার ওই তৃণমূলকর্মীরা বুধবার বিজেপিতে যোগ দিলেন।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন একঝাঁক তৃণমূলকর্মী। জলপাইগুড়ির মালবাজারের ঘিস বস্তি এলাকার ওই তৃণমূলকর্মীরা বুধবার বিজেপিতে যোগ দিলেন।
এদিন ঘিস বস্তিতে পঞ্চায়েত নির্বাচনের কৌশল নিয়ে বিজেপির বৈঠকে হাজির হন ওই তৃণমূল কর্মীরা। সেখানেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাঁরা।
আরও পড়ুন - নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভা নিয়ে ফের টানাপোড়েন রাজ্য সরকার ও বিজেপির
দলত্যাগীদের দাবি, তৃণমূলে কোনও শৃঙ্খলা নেই। কেউ কারও কথা শোনে না। এক মাত্র বিজেপি রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারবে। বিজেপি দ্বারাই এলাকার উন্নয়ন সম্ভব।
এদিনের সভায় হাজির ছিলেন, লপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সরকার। বিজেপি নেতাদের বক্তব্য আগামী পঞ্চায়েত ভোটে বিজেপি ভাল ফল করবে। তৃণমূলকর্মীরাই বিজেপিকে ভোট দেবেন।