দিনহাটায় তৃণমূল-পুলিস সংঘর্ষ, জখম ৪ পুলিসকর্মী
তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীসংঘর্ঘ থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিস। এই ঘটনায় উত্তপ্ত কোচবিহারের দিনহাটার গীতালদহ।
Updated By: May 6, 2018, 11:52 AM IST
নিজস্ব প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীসংঘর্ঘ থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিস। এই ঘটনায় উত্তপ্ত কোচবিহারের দিনহাটার গীতালদহ।
পুলিসকে মারধরের পাশাপাশি ভেঙে দেওয়া হয়েছে পুলিসের গাড়িও। গুরুতর জখম সাব ইন্সপেক্টর জয়দীপ মোদক ও এএসআই সুশীল চন্দ্র দাস। আহত জয়দীপ মোদক ও সুশীলচন্দ্র দাস দিনহাটা হাসপাতালে চিকিত্সাধীন। আহত হয়েছেন আরও ২ পুলিস কর্মী। উল্টোদিকে জামসেদ আলি নামে এক তৃণমূল সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন।
আরও পড়ুন, ফোন করে ডেকে যুবকের যৌনাঙ্গ কেটে নিল ২ যুবক!
জামসেদ আলির অভিযোগ, পুলিস-ই গুলি চালিয়েছে। এদিকে, ঘটনার পর থেকে নিখোঁজ এক কনস্টেবল। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিসবাহিনী। সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।