Aparna Sen | Kalyan Banerjee: 'মমতার যেন কোনও দাম নেই, অপর্ণা মাসিরাই ওঁকে গদিতে বসিয়েছেন!'

TMC MP on Aprna Sen: 'অপর্ণা মাসিদের মতো মহিলারা এমন ভাব দেখাচ্ছেন যেন ওদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গদিতে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ক্যালিভার নেই। এমন দু -একজন বলছে, যেন ওরা খেটে খুটে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছে।'

Updated By: Oct 14, 2024, 05:18 PM IST
Aparna Sen | Kalyan Banerjee: 'মমতার যেন কোনও দাম নেই, অপর্ণা মাসিরাই ওঁকে গদিতে বসিয়েছেন!'

বিধান সরকার: অপর্ণা মাসিরা মনে করেন তারা মমতাকে গদিতে বসিয়েছেন,মমতার কোনও দাম নেই। জুনিয়ার ডাক্তারদের অনশন নিয়ে বলতে গিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে সমালোচিত হয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। সরকার এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে মধ্যস্থতা করতে চেয়ে দু'পক্ষকে ইমেল পাঠিয়েছিলেন অপর্ণা সেনের মতো সমাজের বিশিষ্টজনেরা।

আরও পড়ুন, Chuchura: অনশন করেও চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে রোগী দেখছেন চিকিত্সকরা, তবে...

তবে তাঁদের সেই প্রস্তাব নাকচ করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। এবার অপর্ণা সেনকে নিয়ে তির্যক মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন, 'অপর্ণা মাসিদের মতো মহিলারা এমন ভাব দেখাচ্ছেন যেন ওদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গদিতে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ক্যালিভার নেই। এমন দু -একজন বলছে, যেন ওরা খেটে খুটে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও দামই ছিল না। অপর্ণা মাসিরা সব গুলিয়ে দিচ্ছে। আর তো দিদি নেই, মাসি হয়েছে এটুকু তো বুঝতে চেষ্টা করুক।'

চিকিৎসকদের অনশন প্রসঙ্গেও মুখ খোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা আমরণ অনশন নয় রিলে অনশন। বলেছিল আমরণ অনশন। এখন হচ্ছে ফাস্টিং আপ টু হসপিটালাইজেশান। কালকে একজন অনশনে বসছে আজকে চলে যাচ্ছে। এটা রিলে অনশন। কোনও কোনও গায়িকাকে ভাড়া করে নিয়ে আসছে একটু গান টান গাইবে। প্রসঙ্গত, মৌসুমী ভৌমিককে অনশন মঞ্চে গান গাইতে দেখা গিয়েছিল।

ডাক্তাররা বলছে, সবাই আসুন যে কোনও রাজনৈতিক দলের লোক আসতে পারেন নেতারা বাদে। কেন? নেতারা এলে চিহ্নিত হয়ে যাবেন। ভিড় চাই। অন্যান্য রাজনৈতিক দল থেকে লোক ভাড়া করে নিয়ে আসছেন। আদিখ্যেতার সীমা আছে। ডাক্তারগুলো বাচ্চা ছেলে। ওদের একটু সুপথে চালিত করতে পারত। কিন্তু কয়েকটা মাথা আছে, শয়তানি বুদ্ধি আছে, ওরাই এই বাচ্চা গুলোকে নষ্ট করছে। সিপিএম ২০২৪ শে শূন্য হয়েছে ২৬ সালে ওদের ভোটের শতাংশ আরও কমবে।

আরও পড়ুন, Durga Puja 2024: ইলেকট্রিক করাত দিয়ে কাটা হল দুর্গার হাত-পা! প্রতিমা বিসর্জনে তুলকালাম...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.