খড়গপুরে ৬ RPF জওয়ান করোনা আক্রান্ত, কারা তাঁদের দিল্লিতে পাঠিয়েছে, প্রশ্ন তুললেন ডেরেক
খড়গপুর টিভি হাসপাতালের কোয়ারেন্টাইনে ১৮ জনের মধ্যে ৬ জনের রিপোর্ট পজেটিভ আসায় নড়েচড়ে বসে রেল প্রশাসন
নিজস্ব প্রতিবেদন: খড়গপুরে রেল ডিভিশনে রেল সুরক্ষা বাহিনীর (RPF) কয়েক জন করোনা আক্রান্তের খবর মেলায় উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি প্রশ্ন তোলেন, লকডাউন চলাকালীন কীভাবে ট্রেন ওই জওয়ানরা যাতায়াত করেছেন? কারা তাদের পাঠিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন ডেরেক।
উল্লেখ্য, জি় ২৪ ঘণ্টাই খবর করে, বাংলায় আরপিএফ-এ নতুন করে ৮ জওয়ানের করোনা পজেটিভ মিলেছে। যা নিয়ে খড়গপুর রেল শহরে আতঙ্ক তৈরি হয়। সূত্রের খবর, নতুন করে ৮ জওয়ানের পজেটিভ রিপোর্ট আসে। এদের মধ্যে একজন উলবেড়িয়া, একজন মেচাদা এবং বাকি ৬ জন খড়গপুর টিভি হাসপাতালের কোয়ারেন্টাইনে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন- ভয়াবহ আকার ধারণ করছে বাণিজ্যনগরী, ৪ হাজার ছুঁল করোনা আক্রান্তের সংখ্যা
খড়গপুর টিভি হাসপাতালের কোয়ারেন্টাইনে ১৮ জনের মধ্যে ৬ জনের রিপোর্ট পজেটিভ আসায় নড়েচড়ে বসে রেল প্রশাসন। ওই জওয়ানদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, কিছু দিন আগে রেলের অস্ত্র নিতে দিল্লিতে গিয়েছিলেন ওই জওয়ানরা। তারপরই তাঁদের করোনা উপসর্গ লক্ষ্য করা যায়। দক্ষিণ-পূর্ব রেলওয়ে ডিভিশনাল সিকিউরিটি কমিশনার বিবেকানন্দ নারায়ণ জানান, অস্ত্র নিতে দিল্লিতে যায় আরপিএফ-এর ২৮ জওয়ান। যার মধ্যে ওড়িশায় কর্মরত এক জওয়ানের মধ্যে করোনা পজেটিভ মেলে। তারপরই বাকি জওয়ানদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
খুব উদ্বগেজনক খবর। বাংলায় ৯জন আরপিএফ কর্মীর করোনা ধরা পড়েছে। খড়গপুরে ৬ জন, মেচেদা/উলুবেড়িয়াতে ১ জন করে। তারা সকলেই ১৪ই এপ্রিল ট্রেনে দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন। লকডাউন চলাকালীন কি করে তারা ট্রেনে ভ্রমণ করছিলেন? কারা তাদের পাঠিয়েছে? স্ক্রিনিং? কত লোকের সাথে দেখা হয়েছিল?
— Citizen Derek | নাগরিক ডেরেক (@derekobrienmp) April 24, 2020
কত লোকের সংস্পর্শে এসেছে কিংবা তাঁদের স্ত্রিনিং হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। রেল সূত্রে খবর, ওই জওয়ানরা আর কারোর সংস্পর্শে এসেছিলেন কিনা, তা তদন্ত করে দেখছে। প্রয়োজনে তাঁদেরও কোয়ারেন্টাইনে পাঠানো হতে পারে।