আজই বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের আরও ১ বিধায়ক
শাসকদল তৃণমূল ছেড়ে আজই বিজেপিতে যোগ দিতে পারেন নোয়াপাড়ার তৃণমূল সাংসদ তথা গারুলিয়ার পুরপ্রধান সুনীল সিং।
নিজস্ব প্রতবেদন: একা অর্জুনে রক্ষে নেই দোসর হলেন সুনীল সিং। সূত্রের খবর, বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের আরও ৩ বিধায়ক। এর মধ্যে রয়েছেন নোয়াপাড়ার তৃণমূলি বিধায়ক সুনীল সিং।
সূত্রের খবর, আজই দিল্লিতে বিজেপিতে যোগ দিতে পারেন বাঘমুন্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যেতে পারেন পুরুলিয়ার কংগ্রেসি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। এখানেই শেষ নয়, শাসকদল তৃণমূল ছেড়ে আজই বিজেপিতে যোগ দিতে পারেন নোয়াপাড়ার তৃণমূল সাংসদ তথা গারুলিয়ার পুরপ্রধান সুনীল সিং।
তৃণমূলের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বিধায়ক অর্জুন সিং
বৃহস্পতিবারই বিজেপিতে যোগদান করেন ভাটপাড়ার তৃণমূলি বিধায়ক অর্জুন সিং। তবে শুধু বিধায়ক বললে অর্জুন সিংকে ঠিক বোঝা যায় না। মুকুল রায় দল ছাড়ার পর বারাকপুর শিল্পাঞ্চলের বিশাল অংশে অর্জুন সিংই ছিলেন তৃণমূলের দণ্ডমুণ্ডের কর্তা। লোকসভা নির্বাচনে বারাকপুর থেকে দলের টিকিট না-পেলে তিনি তৃণমূল ছাড়তে পারে গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। সেই জল্পনা সত্যি করে বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেন তিনি।