বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো খুনে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন জেলা সভাধিপতির ছেলে
পুরুলিয়ায় বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো খুনে গ্রেফতার হলেন তৃণমূল নেতার ছেলে। ওই ঘটনায় পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সৃষ্টিধর মাহাতোর ছেলে সন্দীপ মাহাতোকে গ্রেফতার করলেন তদন্তকারীরা। আগেই সৃষ্টিধর মাহাতোকে পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। এবার ছেলের গ্রেফতারিতে চাপ বাড়ল তাঁর ওপর।
নিজস্ব প্রতিবেদন: পুরুলিয়ায় বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো খুনে গ্রেফতার হলেন তৃণমূল নেতার ছেলে। ওই ঘটনায় পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সৃষ্টিধর মাহাতোর ছেলে সন্দীপ মাহাতোকে গ্রেফতার করলেন তদন্তকারীরা। আগেই সৃষ্টিধর মাহাতোকে পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। এবার ছেলের গ্রেফতারিতে চাপ বাড়ল তাঁর ওপর।
গত ৩০ মে পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর পুরুলিয়ার বলরামপুরে খুন হন বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো। বিজেপি যুব মোর্চার কর্মী ত্রিলোচনের জামায় বার্তা লিখে যায় আততায়ীরা। তাতে লেখা ছিল, '১৮ বছর বয়সেই বিজেপির রাজনীতি এবার তোর প্রাণনীতি হল। তোকে ভোট থেকেই এই কাজটা করার চেষ্টা করি। পারিনি। আজ তোর প্রাণ শেষ।'
ওই ঘটনার পর রাজ্যজুড়ে তোলপাড় পড়ে। বিজেপির তরফে অভিযোগ করা হয়, পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ায় বিজেপির কাছে হেরে ব্যক্তিহত্যা রাজনীতি শুরু করেছে তৃণমূল।
LPG কেলেঙ্কারিতে গ্রেফতার বিজেপি নেতা রণজিত্ মজুমদার
এর পরও পুরুলিয়ায় খুন হন ২ বিজেপি কর্মী। চাপের মুখে অবশেষে তদন্তভার সিআইডিকে দেয় রাজ্য। সেই তদন্তে আগেই ২ জনকে গ্রেফতার করেছিলেন গোয়েন্দারা। এবার গ্রেফতার খোদ প্রাক্তন জেলা সভাধিপতির ছেলে।
সিআইডি সূত্রের খবর, সন্দীপকে হেফাজতে নিতে চায় পুলিস। ঘটনায় আর কারা যুক্ত জেরায় জানতে চায় পুলিস।