ফেসবুক পোস্টে ফের বিতর্কে Udayan, নাম না করে পাল্টা Rabindranath-রও

সোশ্যাল মিডিয়ায় দু'জনের 'বাকযুদ্ধ'-এ সরগরম কোচবিহার।

Updated By: Dec 26, 2020, 11:15 PM IST
ফেসবুক পোস্টে ফের বিতর্কে Udayan, নাম না করে পাল্টা  Rabindranath-রও

নিজস্ব প্রতিবেদন:  সরাসরি নাম করলেন না এবারও। প্রাক্তন মন্ত্রী ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)  ও বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) পর নিশানায় মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। ফেসবুক পোস্ট দিয়ে ফের বিতর্কে জড়ালেন দিনহাটার বিধায়ক, পুর প্রশাসক উদয়ন গুহ (Udayan Guha)। নাম না করেই পাল্টা পোস্ট করলেন রবীন্দ্রনাথ ঘোষও। সোশ্যাল মিডিয়ায় দু'জনের 'বাকযুদ্ধ'-এ সরগরম কোচবিহার।

আরও পড়ুন: Tab কেনার জন্য দেওয়া হবে টাকা, দ্বাদশের পড়ুয়াদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠি Mamata-র

ঘটনাটি ঠিক কী?  সূত্রের খবর, বড়দিন উপলক্ষ্যে শুক্রবার দিনহাটায় যান মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। তিনি কোচবিহারেরই নাটাবাড়ির বিধায়ক। বিশেষ কোনও কর্মসূচি ছিল না। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলেন মন্ত্রী। এদিন এলাকায় 'বঙ্গধ্বনিযাত্রা' কর্মসূচি পালন করতে গোটা বিষয়টি জানতে পারেন এলাকার বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। এমনকী,  তাঁকে বিরূপ মন্তব্যও শুনতে হয় বলে খবর। আর তাতেই রেগে আগুন বিধায়ক। ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। উদয়ন গুহ (Udayan Guha) লিখেছেন, 'রাজ্য নেতারা খুব ব্যস্ত বলে ফেসবুকে তুলে ধরলাম। আপাতত আমার কর্মসূচি স্থগিত রাখলাম। আশা করি সমস্যার সমাধান হবে।' সঙ্গে বার্তা, 'আমি কিন্তু কোনও ভাবেই বেসুরো নই।' 

 

 

বসে নেই জেলার আর এক মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও (Rabindranath Ghosh)। এদিন রাতে নাম না করে ফেসবুকে পরপর বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন তিনি। কী লিখেছেন? একটি পোস্টে রবীন্দ্রনাথ ঘোষ লিখেছেন, 'দৈববানী তোমারে বধিবে যে,গোকুলে বাড়িছে সে', আর একটি পোস্টে লেখা, 'অতি বাড় বেড়োনো ঝরে ভেঙে পড়বে'(বানান ও বাক্য গঠন অপরিবর্তিত)।  বিতর্ক তুঙ্গে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: পরবর্তী পুর প্রশাসক কে? রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে আসানসোলে

উল্লেখ্য, এর আগে উদয়ন গুহের (Udayan Guha) ফেসবুক পোস্টে বিতর্ক তৈরি হয়। সেবার নাম না করে কটাক্ষ করেন প্রাক্তন মন্ত্রী ও এখন বিজেপি নেতা  শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)  ও বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee)। লেখেন, "হয় জলে (সেচ) অথবা জঙ্গলে (বন) নাহলে পদ্মফুলে যত মত তত পথ।" 

.