Malda: মালদহে তৃণমূল নেতার হাতে বন্দুক! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

রাজ্যে পঞ্চায়েত ভোটের আর বেশি দেরি নেই। সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল, অভিযোগ বিজেপি। তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।

Updated By: Oct 13, 2022, 08:55 PM IST
Malda: মালদহে তৃণমূল নেতার হাতে বন্দুক! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

রণজয় সিংহ: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। নির্বাচনের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা? বন্দুক হাতে ক্য়ামেরার সামনে তৃণমূল নেতা! সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। ঘটনাস্থল, সেই মালদহ।

জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতার নাম মহম্মদ আলাউদ্দিন ওরফে সেন্টু। তাঁর স্ত্রী রতিকা হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান। সেন্টুর একটি ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল নেতা! কেন? মালদহ উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়ালের অভিযোগ, 'শাসকদল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। সেখানকার পঞ্চায়েত প্রধানের স্বামীর আগ্নেয়াস্ত্র হাতে ছবি ভাইরাল। পঞ্চায়েতে ভোট লুটের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। এখন থেকেই বোম বন্দুক মজুত করছে'। 

আরও পড়ুন: Murshidabad: বিধায়কের সামনেই মারধর, নার্সিংহোমে চিকিৎসায় 'গাফিলতি'তে রোষের মুখে CMOH!

পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল। অভিযুক্ত মহম্মদ আলাউদ্দিন ওরফে সেন্টুর দাবি, 'আসল নয়, খেলনা বন্দুক। বেলুন ফাটানোর জন্য মেলা থেকে কিনেছিলেন। কেউ ছবি তুলে ভাইরাল করে দিয়েছে'।  হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তবারক হোসেন চৌধুরী বলেন, 'বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে মানুষ পঞ্চায়েতে ভোট দেবে। নিজেদের জমি নেই বুঝতে পেরে তৃণমূলের নামে কুৎসা করছে'।

এর আগে, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের (TMC) সভানেত্রী মৃণালিনী মন্ডল। তাও আবার পঞ্চায়েত সমিতির অফিসে বসেই! সেই ছবিটিও ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও ছবির সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.