জেলা আদালতের সামনেই বাইক আরোহী দুষ্কৃতীর হামলা, পুরুলিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

পুলিস সূত্রে খবর কয়েকমাস আগেও একবার আক্রান্ত হন বাস মালিক ও তৃণমূলের এই নেতা

Updated By: Jul 10, 2021, 10:40 PM IST
জেলা আদালতের সামনেই বাইক আরোহী দুষ্কৃতীর হামলা, পুরুলিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

নিজস্ব প্রতিবেদন: বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ পুরুলিয়ার এক তৃণমূল নেতা। প্রদীপ বন্দ্যোপাধ্যায় নামে ওই তৃণমূল নেতার গুলি লেগেছে পেটে।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে ব্লক পঞ্চায়েত প্রমুখ নির্বাচনেও বিরাট জয় যোগীর, অনেক পিছিয়ে অখিলেশ    

শনিবার রাত ৯টা নাগাদ কাজ সেরে পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডে নিজের বাড়িতে ফিরছিলেন প্রদীপবাবু। জেলা আদালতের কাছে আসতেই তাঁকে ধাওয়া করে বাইকে সওয়ার আততায়ীরা। এরপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে উধাও হয়ে যায়।

উল্লেখ্য, একসময় কংগ্রেস করতেন। পরে তৃণমূলে যোগ দিয়ে কাউন্সিলরও হয়েছিলেন। আজ গুলি লাগার পর ঘটনাস্থল থেকে কোনওক্রমে বাইক চালিয়ে বেরিয়ে যান। খবর দেন দলের কর্মীদের। তাঁরাই এসে তাঁকে হাসপাতালে ভর্তি করেন।  

আরও পড়ুন-সংযুক্ত মোর্চা ভাঙবে না সিপিএম, সাফ জানালেন সূর্যকান্ত  

পুলিস সূত্রে খবর কয়েকমাস আগেও একবার আক্রান্ত হন বাস মালিক ও তৃণমূলের এই নেতা। আজ তাঁর উপরে হামলা চালায় ২-৩ জন। আপতত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে হামলা তা জানার চেষ্টা করছে পুলিস।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.