খোঁজখবর নিতে আচমকাই বাড়িতে এসপি-ডিএম, রঘুনাথপুরে খুশি করোনা আক্রান্তরা
জেলা পুলিস ও প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকদের নিজেদের বাড়িতে দেখে বেশ খুশি ওইসব পরিবার
নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাহস জোগালেন ঝাড়গ্রামের জেলাশাসক, পুলিস সুপার-সহ জেলা পুলিসের অধিকারিকরা। এতে খুশি এলাকার মানুষজন। খুশি আক্রান্তরাও।
আরও পড়ুন-সাপে কামড়ানোর পর ওঝার ঝাড়ফুঁক! দেগঙ্গায় কুসংস্কারের বলি যুবক
ঝাড়গ্রামের রঘুনাথপুরে সম্প্রতি বেড়েছে করোনা সংক্রমণ। কয়েকটি জায়গাকে কনটেনমেন্ট জোন হিসেবেও ঘোষণা করা হয়েছে। শনিবার রঘুনাথপুরের ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগীর বাড়িতে যান জেলা শাসক ও পুলিস সুপার। তাঁদের সম্পর্কে খোঁজ খবর নেন। পাশাপাশি তাদের বাইরে বের হতে ও করোনা বিধি মেনে চলতে পরামর্শ দেন।
জেলা পুলিস ও প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকদের নিজেদের বাড়িতে দেখে বেশ খুশি ওইসব পরিবার। জেলা শাসক জয়শ্রী দাশগুপ্ত, পুলিস সুপার বিশ্বজিৎ ঘোষ, অতিরিক্ত পুলিস সুপার কল্যাণ সরকার প্রমুখ আধিকারিক এদিন করোনা আক্রান্তদের বাড়িতে যান।
আরও পড়ুন-রাজনীতি ছেড়ে ফের খেলার ময়দানে, এবার কোচের ভূমিকায় Laxmi Ratan Shukla
এনিয়ে অতিরিক্ত পুলিস সুপার কল্যাণ সরকার বলেন, 'এদিন বেশকিছু করোনা আক্রান্ত রোগীদের বাড়ি যাওয়া হয়েছিল। স্বাস্থ্যবিধি মানা সহ এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের সাথে কথা হয়েছে।'
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)