ছাপ্পা মেরে জিতছেন নেতারা, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

দলের কর্মিসভায় দলের নেতাদের বিরুদ্ধেই বিস্ফোরক কুলটির তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, আসানসোলে ছাপ্পা দিয়ে ভোটে জিতছেন তৃণমূল নেতারা।    

Updated By: Nov 11, 2017, 12:43 PM IST
ছাপ্পা মেরে জিতছেন নেতারা, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

নিজস্ব প্রতিবেদন: দলের কর্মিসভায় দলের নেতাদের বিরুদ্ধেই বিস্ফোরক কুলটির তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, আসানসোলে ছাপ্পা দিয়ে ভোটে জিতছেন তৃণমূল নেতারা।    

শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা, গায়ের জোরে ভোট করানোর দেখানোর অভিযোগ তোলেন বিরোধীরা। কিন্তু, এবার দলের নেতাদের বিরুদ্ধে সেই অভিযোগ তুললেন শাসকদলের বিধায়কই। 

বৃহস্পতিবার আসানসোলে তৃণমূলের কর্মিসভায় কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন,''ছাপ্পা মেরে জিতেছেন নেতারা। গায়ের জোরেই জিতেছেন। একদিন ছাপ্পা মেশিনারি কাজ করবে না। সেদিন সংগঠন চ্যালেঞ্জের মুখে পড়বে।'' 

আরও পড়ুন, বিতর্কিত কাট আউট সরিয়ে সৌজন্যের নজির বিজেপির

.