তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তপ্ত জলপাইগুড়ি

১৯ জানুয়ারি ব্রিগেডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা যাওয়ার বার্তা নিয়ে বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদে সভা করেন বেচারাম মান্না।

Updated By: Jan 10, 2019, 12:26 PM IST
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তপ্ত জলপাইগুড়ি

নিজস্ব প্রতিবেদন:  যুব তৃণমূল সদস্যকে মারধরের ঘটনায় তৃণমূলেরই ২ কর্মীকে গ্রেফতার করল পুলিস।  ঘটনাকে ঘিরে উত্তেজনা জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। সমস্যা মেটাতে থানায় পৌঁছন বিজয়চন্দ্র বর্মন। থানার গেট আটকে ভিতরে চলছে বৈঠক।

আরও পড়ুন: বড় বৌদির সঙ্গে স্বামীর 'সম্পর্ক' ভালো ঠেকেনি যুবতী স্ত্রীর, বিয়ের ১১ মাস পর শেষে এটাই ঘটল!

১৯ জানুয়ারি ব্রিগেডে  তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা যাওয়ার বার্তা নিয়ে বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদে সভা করেন  বেচারাম মান্না।  সভার পথে যাচ্ছিলেন যুব তৃণমূল সদস্য কৃষ্ণ দাস। তাঁর বাইকের পাম্প ছেড়ে দেওয়ার অভিযোগ  ওঠে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও যুব তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে।  পুলিশ গিয়ে  আক্রান্ত তৃণমূল কর্মীকে উদ্ধার করে।

আরও পড়ুন, গৃহশিক্ষকের সঙ্গে প্রেম দশম শ্রেণির ছাত্রীর, প্রেমিক বাড়িতে এসে জানাল 'বিপদ ঘটে গেছে'!

তৃনমূল যুব কর্মী কৌস্তভ তলাপাত্রকে মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বারোপেটিয়ার দাপুটেনেতা  কৃষ্ণ দাস ও তাঁর দলবলের বিরুদ্ধে।  আহত যুবক জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।

 

.