এলাকা দখলের লড়াই, উত্তপ্ত চন্দ্রকোণা

এলাকা দখল ঘিরে দুপক্ষের ঠান্ডা লড়াই বেশ কিছুদিন ধরেই চলছিল। 

Updated By: Nov 11, 2018, 04:54 PM IST
এলাকা দখলের লড়াই, উত্তপ্ত চন্দ্রকোণা

নিজস্ব প্রতিবেদন:  তৃনমুলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল চন্দ্রকোণার চৈতন্যপুর গ্রাম। আক্রান্ত তিন, এর মধ্য আহত এক নাবালক। আক্রান্ত তিনজনকেই  ভর্তি করা হয়েছে চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালে। 

আরও পড়ুন: কেন পরিকল্পনা করে কলকাতায় এসে আত্মঘাতী হলেন হর্ষ? মোবাইলেই লুকিয়ে সূত্র

এলাকা দখল ঘিরে দুপক্ষের ঠান্ডা লড়াই বেশ কিছুদিন ধরেই চলছিল।  শাসক দলের স্থানীয় অঞ্চল সভাপতি রাকেশ সরকারের সাথে দলেরই অপর গোষ্ঠী হাসান আলির বিরোধ দীর্ঘদিনের। রবিবার তা ফের মাথাচাড়া দিয়ে ওঠে।  সকালে চৈতন্যপুর গ্রামের বাসিন্দা  একই পরিবারের সামিদা খাতুন,সাবিনা মন্ডল ও হাসিবুর মন্ডলকে বেধড়ক মারধর করা হয়। মারধর করা হয়ও গ্রামেরই আরও চার পাঁচজনকে। 

আরও পড়ুন:  ছাদে মেয়েকে নিয়ে বাজি ফাটাচ্ছিলেন আইনজীবী, স্ত্রীকে ডাকতে এসে বেডরুমে যে অবস্থায় দেখলেন...

লাঠিসোটা নিয়ে চলে হামলা। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। 

.