Suvendu with TMC Councilor: শুভেন্দুর সঙ্গে পুজোর অনুষ্ঠানে ২ তৃণমূল কাউন্সিলর, জোর জল্পনা সিউড়িতে
তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, "আমি প্রতিবছরই পুজোর আগে বামনী কালী মন্দিরে যাই । এ বছরও গিয়েছিলাম। মন্দিরে থাকাকালীন হঠাৎই দেখতে পাই শুভেন্দু অধিকারী সেখানে এসেছেন । বিগত দিনে একই দলে থাকার সুবাদে তিনি আমার পূর্ব পরিচিত , তাই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি "
প্রসেনজিত্ মালাকার: গোরুপাচার মামলায় ইডি হেফাজতে অনুব্রত মন্ডল। স্বভাবতই বেশকিছুটা চাপমুক্ত বিরোধীরা। এর মধ্যেই শুভেন্দু অধিকারীর পাশে তৃণমূলের সিউড়ির দুই কাউন্সিলরের ছবি ভাইরাল। শুভেন্দু অধিকারীর সঙ্গে পুজো দিতে দেখা গেল সিউড়ির দুই তৃণমূল কাউন্সিলরকে। আর তাই নিয়ে জেলাজুড়ে শুরু রাজনৈতিক তরজা। যদিও ওই সাক্ষাতকে সৌজন্য সাক্ষাৎ বলছেন কাউন্সিলররা।
আরও পড়ুন- বোলারদের বুকে আতঙ্ক ধরানোর নীলনকশা ছকেই করেছেন ব্যাট! জানিয়ে দিলেন 'কিং কোহলি'
শনিবার সিউড়ির বেশ কয়েকটি কালীপুজো উদ্বোধন করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিউড়ি রেড রোজ, ত্রিনাথ আখড়া, কালীবাড়ি -সহ বামনী কালী মন্দিরে যান শুভেন্দু অধিকারী। সেই বামনী কালীমন্দিরে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা গেল সিউড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও সিউড়ি ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় ওরফে উতুকে। সঙ্গে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্দন দে কেও দেখা যায় । সেই মুহূর্তের ভিডিও শুভেন্দু অধিকারী নিজের ফেসবুক পেজে পোস্ট করতেই মুহুর্তের মধ্যে জেলায় শুরু হয় রাজনৈতিক তরজা । সাধারণের মনে প্রশ্ন জাগে তবে কি এবার তৃণমূলের দুই কাউন্সিলর বিজেপিতে যোগদান করার পথে? যদিও কাউন্সিলরের তরফে উত্তর "না "।
ঘটনা প্রসঙ্গে, তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, "আমি প্রতিবছরই পুজোর আগে বামনী কালী মন্দিরে যাই । এ বছরও গিয়েছিলাম। মন্দিরে থাকাকালীন হঠাৎই দেখতে পাই শুভেন্দু অধিকারী সেখানে এসেছেন । বিগত দিনে একই দলে থাকার সুবাদে তিনি আমার পূর্ব পরিচিত , তাই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি " এছাড়াও তিনি বলেন " মায়ের মন্দিরে রাজনীতি কিসের ? আর এমনিতেও এটাই তৃণমূলের সংস্কৃতি প্রতিটা বিরোধী দল ও তাদের কর্মীদের সম্মান করা । আমিও তৃণমূলের আদর্শ মেনে তাই করেছি এখানে রাজনৈতিক রং লাগানোর কিছু নেই । "
তবে একদিকে যখন অনুব্রত মন্ডল গ্রেফতারের পর থেকে অস্বস্তিতে জেলা তৃণমূল কংগ্রেস।। এরমধ্যেই আবারও এই ছবি ভাইরলা হওয়া তে আরও অস্বস্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।।