লাখ লাখ টাকা সহ শিয়ালদা স্টেশনে ধৃত শাসকদলের কাউন্সিলর
ধৃত কাউন্সিলরের কাছ থেকে ২০ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : বিপুল পরিমাণ নগদ সহ শিয়ালদা স্টেশনে গ্রেফতার শাসকদলের এক কাউন্সিলর। ধৃত কাউন্সিলরের নাম নাজির খান। ধৃতের কাছ থেকে ২০ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিস।
টিটাগড় পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজির খান। শনিবার রাতে শিয়ালদা স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, সোর্স মারফত তারা খবর পান যে বিশাল অঙ্কের নগদ সহ কলকাতায় আসছেন নাজির স্টেশনে। দুরন্ত এক্সপ্রেসে দিল্লি থেকে শিয়ালদা পৌঁছন নাজির খান। তখনই শিয়ালদা স্টেশনে তাঁকে গ্রেফতার করা হয়। হিসাব বহির্ভূত টাকা রাখার অভিযোগে নাজির খানকে গ্রেফতার করে আরপিএফ।
আরও পড়ুন, 'মমতা কুনকি হাতি', বেলাগাম আক্রমণ সূর্যকান্ত মিশ্রের
আরপিএফ সূত্রে খবর, তাঁর কাছে এত টাকা কোথা এল? এই বিশাল অঙ্কের টাকার সোর্স কী? কীসের টাকা? এইসব প্রশ্নের কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি নাজির খান। আর তারপরই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। ধৃত কাউন্সিলরের কাছ থেকে ২০ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও বেআইনি লেনদেন বা কারবারের অভিযোগ উড়িয়ে এই ঘটনার পিছনের চক্রান্তের অভিযোগ তুলেছেন টিটাগড় পৌরসভার পুরপ্রধান।
আরও পড়ুন, উত্তরে খুশি নয় কমিশন, দ্বিতীয়বার শোকজ করা হতে পারে বাবুলকে
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বেআইনি টাকার লেনদেন আটকাতে সক্রিয় পুলিস। ইতিমধ্যেই ১০ দিনে প্রায় ৬ কোটি বেআইনি টাকা উদ্ধার করেছে পুলিস। তারমধ্যে ২ কোটি টাকা উদ্ধার হয়েছে কলকাতা থেকেই। ২০১৬ বিধানসভা নির্বাচনের সময় দেড় মাসে উদ্ধার হয়েছিল ৮ কোটি টাকা। এবার মাত্র ১০ দিনে ৬ কোটি টাকা উদ্ধার হওয়ার ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন।