আবিরের প্যাকেটে লেখা প্রার্থীর নাম! অভিনব প্রচার কৌশল তৃণমূলের
তৃণমূলের কর্মীরা বলছেন, আগে দোল,পরে ভোট।
নিজস্ব প্রতিবেদন : চন্দননগরে শাসকদলের অভিনব প্রচার। দোলকে হাতিয়ার করে ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃনমূলের কর্মী-সমর্থকরা। হাতে সবুজ আবিরের প্যাকেট ও গোলাপ । প্যাকেটের গায়ে হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রত্না দে নাগের নাম লেখা ও তৃণমূলের ঘাসফুল প্রতীক ছাপানো। অন্যদিকে, দোলের আগেই দোলের উপহার পেয়ে খুশি বাসিন্দারাও।
মেঘ না চাইতেই জল। উপহার না চাইতেই যদি মেলে তাহলে কেমন লাগে? বলাই বাহুল্য উপহার পেয়ে খুশি হন না এমন মানুষ বিরল। ভোট বাজারে দোলের আগে প্রচারে তেমনই কিছু চমক আনলেন চন্দননগরের ১৫ ও ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের মহিলা কর্মীরা। একহাতে আবিরের প্যাকেট অন্য হাতে লাল গোলাপ। রঙের উত্সবে রঙ দিয়েই ভোট প্রচার। পড়ে পাওয়া চোদ্দ আনার মতো আবির আর গোলাপ পেয়ে খুশি পথচলতি মানুষও।
আরও পড়ুন, 'মা টিপস দিত, বড্ড মিস করছি', বললেন মুনমুন
তবে আবিরের প্যাকেটের গায়ে সাঁটা হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রত্না দে নাগের নাম। তৃণমূলের কর্মীরা বলছেন, আগে দোল,পরে ভোট। তাই দোল উত্সবকেই জনসংযোগের কাজে ব্যবহার করছেন তারা। রঙের উত্সবেও ভোট প্রচার। রঙ দিয়েই প্রচার সারছেন কর্মীরা। দোল উত্সবের আগে ভোটের গিফট পেয়ে খুশি ভোটাররাও।