Municipal Election 2022: গোষ্ঠীকোন্দলের জের? প্রচারে বেরিয়ে আক্রান্ত TMC প্রার্থী
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি।
নিজস্ব প্রতিবেদন: পুরভোটের (Municipal Election 2022) আগে শাসকদলে গোষ্ঠীকোন্দল? প্রচারে বেরিয়ে আক্রান্ত তৃণমূল প্রার্থী (TMC Candidate)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের খড়রার পুর এলাকায়।
দোরগোড়ায় পুরভোট (Municipal Election 2022)। প্রচার চলছে জোরকদমে। পশ্চিম মেদিনীপুরের খড়রার পুরসভায় ৮ নম্বর ওয়ার্ডে এবার তৃণমূল প্রার্থী অরূপ রায়। তিনি ওই পুরসভার প্রশাসকও বটে। এদিন সকালে দলের নেতা-কর্মীর নিয়ে এলাকায় প্রচারে বেরিয়েছিলেন অরূপ।
আরও পড়ুন: Malda: দলের নির্দেশেরও পরও অনড়, পুরভোটে মালদহে ১৪ জন 'নির্দল'-কে বহিষ্কার তৃণমূলের
হামলার মুখে পড়লেন কেন? খড়রার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে একসময়ে তৃণমূল সভাপতি ছিলেন অনুপ জানা। অভিযোগ, গোষ্ঠীকোন্দলের কারণে এবার পুরভোটে প্রচারে সামিল হননি। এদিন যখন এলাকায় প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী, 'দুয়ারে সরকারে' ক্যাম্পে ব্যস্ত ছিলেন অনুপ। তারপর? প্রথমে তর্কাতর্কি শুরু হয় দু'জনের, এরপর প্রার্থী অরূপ রায়কে রীতিমতো লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি তিনি।
আরও পড়ুন: Weather Update: ফের ভোগান্তি! রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে
এদিকে কোচবিহারের দিনহাটার আবার 'গুলিবিদ্ধ' তৃণমূল প্রার্থীর স্বামী। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়াশিবির।