দেওয়াল লিখন ঘিরে TMC-BJP সংঘর্ষ, বুথ সভাপতিকে মারধরের অভিযোগ

ঘটনাটি ঘটছে বোলপুরে কাশিমবাজার ১৮ নম্বর ওয়ার্ডে। 

Updated By: Feb 7, 2021, 12:38 PM IST
দেওয়াল লিখন ঘিরে TMC-BJP সংঘর্ষ, বুথ সভাপতিকে মারধরের অভিযোগ
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন :  দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি আর তৃণমূলের সংঘর্ষে উত্তজেনা ছড়াল বোলপুরে। নির্বাচনের দিন ঘোষণা এখনও হয়নি। এদিকে তার আগেই দেওয়াল লিখন হয়ে গিয়েছে!

বোলপুর পুরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে বোলপুরে কাশিমবাজার ১৮ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের ২১৭ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি সোমনাথ হাজারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূল নেতা প্রতাপ সিং ও অমিত হাজরার বিরুদ্ধে। 

সোমনাথ হাজরা অভিযোগ করেছেন, শনিবার ৯টা নাগাদ তাঁরা বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক দেওয়াল লিখন করছিলেন। সেই সময়ই হঠাৎ তাঁদের উপর প্রতাপ সিং ও অমিত হাজরার লোকজন চড়াও হয়। তাঁকে ও  মন্ডল সদস্য বরকত আলিকে বেধড়ক মরধর করে। এই ঘটনায় বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে বিজেপি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন, BJP-তে যোগ দিচ্ছেন শিশির-দিব্যেন্দু? খোলসা করলেন Dilip

Tags:
.