Rain: কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এইসব জেলায়
দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে
নিজস্ব প্রতিবেদন: পুরভোট মিটতেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা। উত্তরবঙ্গে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাংশ। হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সঙ্গে হতে পারে বজ্রপাত। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আকাশ মেঘলা থাকবে। হালকা বৃষ্টিও হতে পারে।
একটি ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে বাংলায়। তারই জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। পাশাপাশি, বৃষ্টির ফলে যে ঠান্ডা যে কমবে এমন কোনও সম্ভাবনা নেই। ঘূর্ণাবর্ত কেটে গেলে তাপ বাড়ার সম্ভাবনই রয়েছে।
দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, সোমবার থেকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাও়ড়া, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছু বাড়বে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি কেটে গেলে বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন-জলপাইগুড়ির পর এবার গারুলিয়া, ফের আক্রান্ত জি ২৪ ঘণ্টা-র সাংবাদিক