বাজি ফাটাতে গিয়ে হাতেই বিস্ফোরণ, উড়ে গেল যুবকের কব্জি

কালী পুজোর বাজি ফাটানোকে কেন্দ্র করে একাধিক দুর্ঘটনার খবর এসেছে এবার

Updated By: Oct 29, 2019, 07:54 AM IST
বাজি ফাটাতে গিয়ে হাতেই বিস্ফোরণ, উড়ে গেল যুবকের কব্জি

নিজস্ব প্রতিবেদন: কালী পুজোয় বাজি ফাটাতে গিয়ে হাতটাই হারালেন ক্যানিংয়ের যুবক। বাজি বিস্ফোরণে উড়ে গেল হাতের একাংশ।

আরও পড়ুন-জেনে নিন ভাইফোঁটার দিন, ক্ষণ, নির্ঘণ্ট

সোমবার পাড়ার ছেলেদের সঙ্গে বাজি ফাটাচ্ছিলেন ক্যানিংয়ের হাট পুকুরিয়া গ্রামের যুবক শহিদুল সর্দার(২৬)। অন্য অনেকের সঙ্গে মিলে বেশ কয়েকটি বাজি ফাটানোর পর হঠাত্ বিপত্তি। একটি বাজি ফাটতে গিয়ে বিকট শব্দ করে হাতেই ফেটে যায় সেটি। হাতের দিকে তাকিয়েই মাটিতে লুটিয়ে পড়েন শহিদুল।

শহিদুলের চিত্কারে বন্ধুরা দেখেন বাজির বিস্ফোরণে কব্জি থেকে উড়ে গিয়েছে শাহিদুলের। আচমকা ঘটে যাওয়া ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বন্ধুবান্ধবদের মধ্যে। তাঁরাই তাঁকে তড়িঘড়ি নিয়ে আসেন ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানেই তাঁর প্রাথমিক চিকিত্সা শুরু হয়। পরিস্থিতির অবণতি হওয়ায় তাঁকে রেফার করা হয় কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন-যাবেন ভেবে বোধহয় রাজ্যপালকে কালীপুজোয় আমন্ত্রণ করেননি মুখ্যমন্ত্রী, মন্তব্য দিলীপের

উল্লেখ্য, কালী পুজোর বাজি ফাটানোকে কেন্দ্র করে একাধিক দুর্ঘটনার খবর এসেছে এবার। রবিবার কলকাতায় হরিদেবপুরে তুবড়ি ফাটাতে গিয়ে মৃত্যু হয় আদি দাস নামে বছর পাঁচেকের এক শিশুর। বিস্ফোরণে তুবড়ির খোল উড়ে এসে ঢুকে যায় ওই শিশুর গলায়। পাশাপাশি এদিনই কসবায় তুবড়ি ফাটাতে গিয়ে মৃত্যু হয় দীপ কোলে নামে এক যুবকের।

.