পাড়ায় ঢুকতে দেওয়া হল না দিল্লি ফেরত পরিবারকে, শ্মশানে চুল্লির পাশেই কাটল রাত

জানা যায়, গতকাল সন্ধেবেলা রাজধানী এক্সপ্রেস দিল্লি থেকে ফেরেন এক গৃহবধূ ও তার ১৪ বছরের ছেলে।

Updated By: Jul 12, 2020, 12:02 AM IST
পাড়ায় ঢুকতে দেওয়া হল না দিল্লি ফেরত পরিবারকে, শ্মশানে চুল্লির পাশেই কাটল রাত
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: দিল্লি থেকে সন্তানকে নিয়ে বাপের বাড়ি ফিরেও প্রতিবেশীদের বাধায় শ্মশানে রাত কাটালেন মা। ঘটনাটি ঘটে পাঁচলার সাহাপুরে। জানা যায়, গতকাল সন্ধেবেলা রাজধানী এক্সপ্রেস দিল্লি থেকে ফেরেন এক গৃহবধূ ও তার ১৪ বছরের ছেলে। হাওড়া স্টেশন থেকে উলুবেড়িয়ার রাজাপুর থানার রঘুদেবপুরে বাপের বাড়িতে যান।

আরও পড়ুন: মামী-ভাগ্নের বিবাহ বহির্ভূত সম্পর্ক! ঘরের মেঝেতে পুঁতে দেওয়া হল স্বামীকে

কিন্তু সেখানে গিয়ে করোনা আক্রান্ত সন্দেহে  প্রতিবেশীরা  তাদের বাধা দেন। তারপরই ঘর ছাড়তে হয় তাদের। এরপর ওই মহিলা ছেলেকে নিয়ে পাঁচলা থানার সাহাপুর এলাকায় বাড়িতে থাকার জন্য আসেন। কিন্তু সেখানেও রাতে প্রতিবেশীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন:  ১২ ঘণ্টা শ্বাসকষ্টে ছটফট করল রোগী, শহরের ৪ হাসপাতাল ঘুরে মৃত্যু ১৮ বছরের তরুণের

প্রতিবেশীরা বাড়িতে থাকতে বাধা দিলে ওই মহিলা, তার ছেলে এবং তার পরিবারের লোকজন সারারাত শ্মশানে রাত কাটান। "সুখ স্বপ্নে, শান্তি শ্মশানে" দেওয়ালে লেখা বহুল ব্যবহৃত এই কথাটাই এখন অক্ষরে অক্ষরে উপলব্ধি করছে এই পরিবার। শেষমেশ পুলিস প্রশাসনের সাহায্যে পরিবারের সদস্যরা ঘরে ঢুকতে পারেন। 

.