মামী-ভাগ্নের বিবাহ বহির্ভূত সম্পর্ক! ঘরের মেঝেতে পুঁতে দেওয়া হল স্বামীকে

সূত্রের খবর, প্রমাণ লোপাটের জন্য খুন করে ব্যক্তির দেহ পুঁতে দেওয়া হয় ঘরের মেঝেতেই। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের রোশে ভাঙচূর ঘর-বাড়ি, গাছপালা।

Updated By: Jul 11, 2020, 10:09 PM IST
মামী-ভাগ্নের বিবাহ বহির্ভূত সম্পর্ক! ঘরের মেঝেতে পুঁতে দেওয়া হল স্বামীকে
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে মনুয়াকাণ্ডের ছায়া। মামী ও ভাগ্নের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। স্ত্রীর প্রেমিক অর্থাৎ নিজের ভাগ্নের হাতেই খুন হল স্বামী। সূত্রের খবর, প্রমাণ লোপাটের জন্য খুন করে ব্যক্তির দেহ পুঁতে দেওয়া হয় ঘরের মেঝেতেই। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের রোশে ভাঙচূর ঘর-বাড়ি, গাছপালা।

আরও পড়ুন:  মায়ের মুখের ভিতর মদের বোতল, যৌনাঙ্গে ক্ষত বাবার, রহস্যজনক মৃ্ত্যু সুভাষগ্রামে

জানা গিয়েছে কয়েকছর আগে ফতেপুরের আসমা বিবির সঙ্গে ধাননগরের নুর মহম্মদের বিয়ে হয়। দু বছর পর থেকেই আসমা বিবি পাশের গ্রাম শ্যামসুন্দর পুরের দুলাল আলির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এই নিয় স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই গন্ডগোল লেগে থাকত।

আরও পড়ুন:  বিয়ে করতে যাওয়ার পথে কনেকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রেখেই পালাল 'বর'! এল একটা মেসেজ

প্রতিবেশীদের অভিযোগ, সম্পর্কে মামিমা ও ভাগ্নের সম্পর্ক নিয়ে গ্রামে কয়েক বার সালিশি সভাও হয়। এর পর দুলাল আলি, নুর মহম্মদকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর পরিস্থিতি চরমে উঠলেই এই পরিনাম। 

.