কলকাতায় ৬০ হাজার ছুঁই ছুঁই করোনা আক্রান্তের সংখ্যা, রাজ্যে সংক্রমিত মোট ২,৬০,৩২৪
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের। সরকারি বুলেটিন অনুযায়ী এ নিয়ে করোনার কোপে মোট প্রাণ হারিয়েছেন ৫,০১৭ জন।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনায় উদ্বেগ রয়েছেই । গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩,২৭৫ জন। এ নিয়ে রাজ্য মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২,৬০,৩২৪ জন। ১ অক্টোবর অনুযায়ী রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৫৫২ জন।
আরও পড়ুন: লরি রেখে বিশ্রাম নিচ্ছিলেন পাচারকারীরা, পুলিসি তল্লাশিতে মিলল ৭ কোটি টাকার মাদক
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের। সরকারি বুলেটিন অনুযায়ী এ নিয়ে করোনার কোপে মোট প্রাণ হারিয়েছেন ৫,০১৭ জন। অন্যদিকে রাজ্যে সুস্থকার হার ৮৭.৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২,৯৯৬ জন। সবমিলিয়ে রাজ্যে সুস্থ হয়েছেন মোট ২,২৮,৭৫৫ জন।
উল্লেখ্য, কলকাতায় ১ দিনে করোনা আক্রান্ত ৬৬৯ জন। সবমিলিয়ে কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭,০৮১ জন। সংক্রমণের নিরিখে এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪৬ জন। সবমিলিয়ে উত্তর ২৪ পরগনায় সংক্রমিত মোট ৫২,১৪৫ জন।