এবার থেকে সব মৃত্যুর পর করোনা টেস্ট বাধ্যতামূলক নয়, সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের
স্বাস্থ্য ভবনের পরামর্শ মেনে প্রথম হাসপাতাল হিসেবে সিদ্ধান্ত কার্যকর করল এন আর এস মেডিক্যাল কলেজ।
তন্ময় প্রামাণিক: সব রোগীর মৃত্যুর পরই আর করোনার নমুনা টেস্ট বাধ্যতামূল নয়। গড়িয়া শ্মশানের লাশ বিতর্কের পর বেনজির সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের। সূত্রের খবর, স্বাস্থ্য ভবনের পরামর্শ মেনে প্রথম হাসপাতাল হিসেবে সিদ্ধান্ত কার্যকর করল এন আর এস মেডিক্যাল কলেজ।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩৮৯, কলকাতায় মৃত ৬
লাশ বিতর্ক। ভাইরাল গড়িয়া শ্মশানের ভিডিও। ঝড় রাজ্য রাজনীতিতে। এরপরেই কার্যত নজিরবিহীন সিদ্ধান্তের পথে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্যভবন মনে করছে, মৃত্যুর পর করোনা টেস্টের রিপোর্ট আসতে অনেকটা সময় লেগে যাচ্ছে। এতে একদিকে মৃতের পরিবারের ভোগান্তি বাড়ছে।
আরও পড়ুন: করোনা রোগীর কাছে গামছা, তেল, জল পৌঁছে দিলেই মোটা টাকা, দেদার তোলাবাজি মেডিকেলে
একইসঙ্গে মর্গে বেড়ে যাচ্ছে দেহের ভিড়। এই প্রেক্ষিতেই সব মৃত্যুতে করোনা টেস্ট বাধ্যতামূলক নয় বলে সিদ্ধান্ত স্বাস্থ্যভবনের। স্বাস্থ্যভবনের পরামর্শ মেনে এনআরএসে সিদ্ধান্ত কার্যকর। এ নিয়ে দ্রুত রাজ্যের হাসপাতাল গুলোয় স্বাস্থ্য ভবনের নির্দেশিকা পাঠানো হবে বলে খবর।