Dhupguri: লাঠির ঘায়ে আঙুল ভাঙল লরি চালকের, সাসপেন্ড সিভিক পুলিস

অভিযুক্ত সিভিক পুলিসকে ধরার জন্য ধাওয়া করে ক্ষিপ্ত জনতা। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার এক লরি চালক ট্রাফিক সিগন্যাল ভেঙে ভুল করে জাতীয় সড়কে ঢুকে যায়। এর পরেই কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার তাকে লাঠি দিয়ে আঘাত করে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় ছুটে আসে বিশাল পুলিস বাহিনী।

Updated By: Apr 25, 2023, 11:32 AM IST
Dhupguri: লাঠির ঘায়ে আঙুল ভাঙল লরি চালকের, সাসপেন্ড সিভিক পুলিস
নিজস্ব চিত্র

প্রদ্যুৎ দাস: সিভিক ভলেন্টিয়ারের লাঠির আঘাতে গুরুতর আহত লরি চালক। ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। সোমবার রাত ৯টা ৩০মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির চৌপথিতে।

অন্যদিকে অভিযুক্ত সিভিক পুলিসকে ধরার জন্য ধাওয়া করে ক্ষিপ্ত জনতা। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার এক লরি চালক ট্রাফিক সিগন্যাল ভেঙে ভুল করে জাতীয় সড়কে ঢুকে যায়। এর পরেই কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার তাকে লাঠি দিয়ে আঘাত করে।

সেই সময় চালক হঠাৎই জানালা দিয়ে হাত বের করলে লাঠির আঘাত চালকের হাতে লাগে বলে অভিযোগ। এর ফলে তার হাত ভেঙে যায় বলে দাবি করা হয়েছে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

আরও পড়ুন: Weather Today: আজও স্বস্তির আবহাওয়া বাংলায়, বুধবার থেকে বদলে যাবে পরিস্থিতি

অন্যদিকে ঘটনার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তারা জাতীয় সড়কে পথ অবরোধ করে। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপরেই ঘটনাস্থলে ছুটে আসেন ধুপগুড়ি থানার আইসি এবং ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা।

পরিস্থিতি মোকাবিলায় এলাকায় ছুটে আসে বিশাল পুলিস বাহিনী। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানা গেছে।  সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঘটনার তদন্ত হবে বলে জানান ডিএসপি ক্রাইম।

আরও পড়ুন: SSC Recruitment Scam: ৮ অ্যাকাউন্টে কোটি কোটির লেনদেন! আজ ফের আদালতে জীবনকৃষ্ণ

ঘটনার পরে সিভিক ভলেন্টিয়ারকে সাসপেন্ড করলো জেলা পুলিস

ধুপগুড়ি ট্রাফিক মোড়ে সিভিক ভলেন্টিয়ারে লাঠির আঘাতে ওই লরি চালক গুরুতর জখম হন এবং তাঁর হাতের আঙুল ভেঙে যায়। এবার ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিল জেলা পুলিস। মঙ্গলবার জেলা পুলিস সুপার কে.ইউ গণপত জানান ওই সিভিক ভলেন্টিয়ার লাঠি দিয়ে গাড়ি দাঁড় করাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে চালকের হাতে লেগেছে লাঠির আঘাত। তারপরও কেন ওই সিভিক ভলেন্টিয়ার লাঠি ব্যবহার করল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং ওই ভলেন্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

.