'রাজ্যকে না জানিয়েই রেসিডেন্ট কমিশনারকে আমপান-এর বৈঠকে ডেকেছে কেন্দ্র', ক্ষুব্ধ মমতা

সোমবার সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই উপকূল এলাকায় জনতাকে সাইক্লোন সেন্টারে সরানোর নির্দেশ দিয়েছে সরকার। 

Reported By: সুতপা সেন | Updated By: May 18, 2020, 06:34 PM IST
'রাজ্যকে না জানিয়েই রেসিডেন্ট কমিশনারকে আমপান-এর বৈঠকে ডেকেছে কেন্দ্র', ক্ষুব্ধ মমতা

নিজস্ব প্রতিবেদন: সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আমপান মোকাবিলায়  স্বরাষ্ট্র সচিব, মুখ্যসচিবের নেতৃত্বে ২৪ ঘণ্টা কাজ করছে রাজ্য সরকার। সোমবার সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই উপকূল এলাকায় জনতাকে সাইক্লোন সেন্টারে সরানোর নির্দেশ দিয়েছে সরকার। 

করোনার মাঝে এবার বাংলার দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আমপান। ঘূর্ণিঝড় মোকাবিলায় কোমর বেঁধে লড়ছে রাজ্য। আমপান বিপর্যয় মোকাবিলায় বৈঠক নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্যকে না জানিয়েই রেসিডেন্ট কমিশনারকে ডাকা হয়েছে বৈঠকে। 

করোনার মাঝে আমপান নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত রাজ্য। ইতিমধ্যেই একাধিক সতর্কতা নেওয়া হয়েছে। ঝড়ের সময় কী করনীয় তা নিয়েও নির্দেশিকা জারি হয়েছে। উপকূলবর্তী অঞ্চলগুলোতে চলছে নডরদারি। হলদিয়া বন্দরে জাহাজ ঢোকা বন্ধ করেছে বন্দর কর্তৃপক্ষ। সুন্দরবনের নদী সংলগ্ন বিভিন্ন অঞ্চলের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কাকদ্বীপ-ক্যানিংয়ে মোতায়েন হল NDRF-SDRF দল। সবমিলিয়ে পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে প্রশাসন।

.