Hindmotor: একশো পর্যন্ত লিখতে না পারায় খুন্তির ছ্যাঁকা, জেল হেফাজতে শিক্ষিকা

গতকালই ওই শিক্ষিকাকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিস। আজ তাকে শ্রীরামপুর আদালতে তোলা হলে তাকে ১৪ দিন জেলা হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত

Updated By: Oct 3, 2021, 07:41 PM IST
Hindmotor: একশো পর্যন্ত লিখতে না পারায় খুন্তির ছ্যাঁকা, জেল হেফাজতে শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদন: ক্লাস ওয়ানের পড়ুয়া। পড়া না পারায় কড়া মারাত্মক শাস্তি দিলেন গৃহশিক্ষিকা। সন্তানের দেহে পোড়া দাগ দেখে সোজা পুলিসে দ্বারস্থ পড়ুয়ার পরিবার।

আরও পড়ুন-By-Poll Result: Mamata-তেই ভরসা ভবানীপুরের, ভাঙলেন ২০১১-র ব্যবধান

হুগলির হিন্দমোটরের বাসিন্দা ওই পড়ুয়া। প্রাইভেট টিউশন পড়তে যেত কোন্নগর রাজীব গান্ধী রোগের বাসিন্দা রুমু ঘোষের কাছে। শুক্রবার পড়তে গেলে ৭ বছরের ওই খুদেকে এক থেকে একশো পর্যন্ত লিখতে বলেন শিক্ষিকা। তা না পারতেই মারাত্মক শাস্তি। অভিযোগ, প্রথমে স্কেল দিয় মার। তারপর গরম খুন্তির ছ্যাঁকা দেন রুমু ঘোষ।

এদিকে ছাত্রের ক্ষতস্থানে মলম লাগিয়ে কাপড় বেঁধে দেন শিক্ষিকা। পাশাপাশি ছাত্রকে নিষেধ করেন বাড়িতে কিছু বলতে। রাতে বাড়িতে ফিরে কাউকে কিছু না বললেও পরদিন সকালে কাপড় খুলতেই ছাত্রের মায়ের চোখে পড়ে যায় তার পায়ে ওই ছ্য়াঁকার দাগ। এরপরই কোন্নগর পুলিস ফাঁড়িতে শিক্ষিকার নামে লিখিত অভিযোগ করে পরিবার।

আরও পড়ুন-ভবানীপুরে জয়লাভের পরই চার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা Mamata-র 

গতকালই ওই শিক্ষিকাকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিস। আজ তাকে শ্রীরামপুর আদালতে তোলা হলে তাকে ১৪ দিন জেলা হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। অভিযুক্ত শিক্ষিকার দাবি, ভয় দেখাতে গিয়ে ওই ঘটনা ঘটে গিয়েছে। তিনি কখনওই শিশুটিকে আঘাত করতে চাননি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.