Biman Basu: হাসপাতালে ভর্তি বিমান বসু, কেমন আছেন বর্ষীয়ান নেতা?
Biman Basu: সূর্যকান্ত মিশ্র তাঁকে হাসপাতালে ভর্তি হয়ে কিছু টেস্ট করানোর পরামর্শ দেন। নিমরাজি বর্ষীয়ান নেতা বলে ওঠেন, "তাহলে পার্টি অফিসে থাকবে কে?
মৌমিতা চক্রবর্তী: দলের কাজ ছাড়া আলিমুদ্দিনের পার্টি অফিস ছেড়ে এই দ্বিতীয়বার বাইরে রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শারীরিক অসুস্থতাজনিত কারণে এর আগে একবার চিকিৎসাধীন হতে হয়েছিল। তখনও এক প্রকার জোর করেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। এবারও তাই।
আরও পড়ুন-হামলা চালাতে পারে খালিস্তানিরা! আতঙ্কে বাতিল কানাডার মন্দিরের অনুষ্ঠান
দলীয় কাজে উত্তর দিনাজপুর গিয়েছিলেন। ট্রেনে ফিরেছেন। ঠান্ডা লেগে কাশি সঙ্গে জ্বর। বিমান বসুর ভরসার চিকিৎসক ডা সূর্যকান্ত মিশ্রকে গতকালই আলিমুদ্দিনে সেই কথা জানান তিনি। ভালো করে ঘুম হচ্ছিল না ফ্রন্ট চেয়ারম্যানের।
সূর্যকান্ত মিশ্র তাঁকে হাসপাতালে ভর্তি হয়ে কিছু টেস্ট করানোর পরামর্শ দেন। নিমরাজি বর্ষীয়ান নেতা বলে ওঠেন, "তাহলে পার্টি অফিসে থাকবে কে? "। একপ্রকার সকলের জোরাজুড়িতেই শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। এখন জ্বর নেই। বেশ কিছু টেস্ট করানো হবে। চিকিৎসকরা জানিয়েছেন উদ্বেগের কোনো কারন নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)