"আমরা আগেই বলেছিলাম লড়াইটা আমাদের সঙ্গেই", তাহেরপুরে লালঝান্ডা উড়িয়ে দাবি সূর্যকান্তের
পর পর দুবার এই পুরসভা থাকল বামেদের দখলে
মৌমিতা চক্রবর্তী: পশ্চিমবঙ্গের ১০৮টি পুরসভার ভোটের ফলাফল বেরিয়েছে বুধবার। ভোটের ফলের নিরিখে দেখা গেছে যে রাজ্যজুরে একপ্রকার সবুজ ঝড় বয়ে গেছে। শেষ কিছু বছরে উল্কার গতিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। ২০২১ সালের বিধানসভা ভোটের পর থেকে বিভিন্ন নির্বাচনে চিত্র বদলেছে। ধীরে ধীরে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করেছে বামেরা।
এই একই চিত্র দেখা গেছে বুধবার। পুরভোটের ফলাফল বেরতে দেখা গেছে ১০৮টি পুরসভার মধ্যে ১টি পুরসভা দখল করেছে পাহাড়ের হামরো পার্টি এবং ১টি পুরসভা দখল করেছে বামেরা। রাজ্যজুরে সবুজ ঝরের মাঝেই একটুকরো 'স্তালিনগ্রাদের' মত বামেদের আশা বাঁচিয়ে রেখেছে নদিয়ার তাহেরপুর।
আরও পড়ুন: TMC Wins Mal Municipality: তৃণমূলের দখলে মাল পুরসভা, এক কুম্ভের মতো টিকে রইলেন বিজেপির সুশান্ত
সকালে ভোট গণনা শুরু হতেই দেখা যায় রাজ্যজুড়ে একের পর এক পুরসভায় এগিয়ে রয়েছে তৃণমূল। কিন্তু এরমাঝেই উল্টো সুর দেখা যায় তাহেরপুরে। ১৩টি আসনের মধ্যে শুরু থেকেই ৮টি আসনে এগিয়ে যায় বামেরা, অন্যদিকে ৫টি আসনে এগিয়ে ছিল তৃনমূল। শেষ পর্যন্ত এগিয়ে থাকা সবকটি আসনেই জয় পেয়েছেন বাম প্রার্থীরা। পর পর দুবার এই পুরসভা থাকল বামেদের দখলে। এবারের পুরভোটে রাজ্যজুড়ে অশান্তির অভিযোগে বিরোধীরা সরব হলেও, তাহেরপুর নিয়ে বামেদের তরফে কোনও অভিযোগ ছিল না।
তাহেরপুরের ফলাফল বেরনোর পরে সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন,"আমরা আগেই বলেছিলাম লড়াইটা আমাদের সঙ্গেই, বিজেপি কোথাও থাকবেনা... মমতার পায়ের তলার মাটি সরে গেছে, তাই এসব করতে হয়েছে, যতদিন যাবে মাটি সরবে, উনি খাদে পড়ে যাবেন আর উঠতে পারবেন না... তাহেরপুর বুঝিয়ে দিয়েছে।" সিপিআইএম-এর অপর নেতা সুজন চক্রবর্তী বলেছেন, "তাহেরপুর আমরা জিতেছি, সেখানকার মানুষদের স্যালুট জানাই।"
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)