TMC Wins Mal Municipality: তৃণমূলের দখলে মাল পুরসভা, এক কুম্ভের মতো টিকে রইলেন বিজেপির সুশান্ত
বিজেপির টাউন মন্ডলের সভাপতি তথা ১০ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী নবীন সাহা বলেন, জনতার এই রায় আমরা মাথা পেতে নিয়েছি
নিজস্ব প্রতিবেদন: রাজ্যজুড়ে ঘাসফুলের দাপটে সাফ বিরোধীরা। উত্তরবঙ্গের মাল পুরসভাও দখল নিল তৃণমূল কংগ্রেস। হোয়াইটওয়াশ হয়ে গিয়েছে বামেরা। বিরোধী শিবিরের সান্তনা, পাঁচ বছর পর বিজেপি ঝুলিতে গিয়েছে একটি ওয়ার্ড। বিরোধী হিসেবে একা কুম্ভের মত টিকে রইলেন বিজেপির সুশান্ত সাহা।
ডুয়ার্সের মাল পুরসভায় মোট আসন ১৫। সকাল আটটায় ভোট গণনা শুরু পর ফল ঘোষণা হয় ৫ আসনের। তাতেই দেখা যায় ১ নম্বর ওয়ার্ডে বিদায়ী বোর্ডের চেয়ারম্যান স্বপন সাহা ৭৬৪ ভোটে বিজেপির দেবাশীষ পালকে হারিয়েছেন। ২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পুলিন গোলদার বিজেপির দীপক বিশ্বকর্মাকে ৮২৯ ভোটে হারিয়েছেন। ৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী নেহা অগ্রয়ালকে ১৬১ ভোটে হারিয়েছেন তৃণমূলের মঞ্জুদেবী মোর। ৪ নম্বর ওয়ার্ডে বিজেপির সুশান্ত সাহা তৃণমূলের দীপা সরকারকে ১৫০ ভোটে হারিয়ে দিয়েছেন। ৫ নম্বর ওয়ার্ড তৃণমূলের সুরজিৎ দেবনাথ সিপিএমের সমীর সিংহকে ৫৪৯ ভোটে হারিয়ে দিয়েছেন।
গণনার দ্বিতীয় ও তৃতীয় পর্বে তৃণমূলকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ৬ নম্বর ওয়ার্ডে দোলা সিনহা ৩৩০, ৭ নম্বর ওয়ার্ডে অমিতাভ ঘোষ ৫৪, ৮ নম্বর ওয়ার্ডে মনিকা সাহা ৫০৬, ৯ নম্বর ওয়ার্ডে রুমা দাস দে ১৪১, ১০ নম্বর ওয়ার্ডে নারায়ণ দাস ২১, ১১নম্বর ওয়ার্ডে অজয় লোহার ৫৪৯,১২ নম্বর ওয়ার্ডে সরিতা গিরি ৩৮৬, ১৩ নম্বর ওয়ার্ড উৎপল ভাদুড়ি ৪৬২, ১৪ নম্বর ওয়ার্ডে পুস্পা লিলি লাকরা ৪৩১ ও ১৫ নম্বর ওয়ার্ডে মিলন ছেত্রী ৫৪৩ ভোটে জিতেছেন।
জেতার পর বিদায়ী বোর্ডের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা স্বপন সাহা বলেন, এই জয় মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের জয়, উন্নয়নের জয়। আগামী দিনে আরও কাজ করতে হবে। এরপর কে চেয়ারম্যান হবে সেটা দলের নেতৃত্ব ঠিক করবেন।
বিজেপির টাউন মন্ডলের সভাপতি তথা ১০ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী নবীন সাহা বলেন, জনতার এই রায় আমরা মাথা পেতে নিয়েছি। কেন এই ফল হল তার পর্যালোচনা হবে।
সিপিএম এর নেতা তথা সাত নাম্বার ওয়ার্ডের সিপিআই এম পার্থী সুপ্রতিম সরকার বলেন, মানুষের রায় মাথা পেতে নিতে হবে। কেন এমন হলো তা দলের মধ্যে পর্যালোচনা করতে হবে।
এদিন তৃনমুল এর বিরাট জলের ফলে সবুজ আবির খেলায় মেতে ওঠেন নেতা কর্মীরা। চলে তাসাবাজনার সাথে বিজয় উল্লাস। এদিন ছোট থেকে বড়, মহিলারা সবুজ আবির খেলায় মেতে ওঠেন।
আরও পড়ুন-কাজে এল 'বিশেষ নজর'! প্রথমবার 'বিরোধী গড়' জয়নগরে এককভাবে বোর্ড দখল তৃণমূলের