Swasthya Sathi Card: পড়ে গিয়ে হাড় ভেঙেছিল কোমরের; একঘণ্টায় মিলল স্বাস্থ্যসাথী, অস্ত্রোপচার হল বৃদ্ধার

ওই বৃদ্ধার খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করেন তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সুরজিত্ দাস। বৃদ্ধাকে নিয়ে যান চিকিত্সকের কাছে

Updated By: Jul 13, 2022, 08:56 PM IST
Swasthya Sathi Card: পড়ে গিয়ে হাড় ভেঙেছিল কোমরের; একঘণ্টায় মিলল স্বাস্থ্যসাথী, অস্ত্রোপচার হল বৃদ্ধার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল খড়গপুর শরত্ পল্লির বাসিন্দা রেবা বসুর। এরপরই তাঁর পা ফুলে যায়, বিছানা থেকে আর উঠতে পারছিলেন না ৬৭ বছরের রেবাদেবী। অপারেশনের জন্য় প্রয়োজন ৮০-৮৫ হাজার টাকা। সেই টাকা নেই তাঁর কাছে। এগিয়ে এলেন এক তৃণমূল কর্মী।

ওই বৃদ্ধার খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করেন তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সুরজিত্ দাস। বৃদ্ধাকে নিয়ে যান চিকিত্সকের কাছে। চিকিত্সক জানিয়ে দেন কোমরের হাড় ভেঙেছে। অপারেশন করতে লাগবে ৮০-৮৫ হাজার টাকা।  এদিকে, ওই বৃদ্ধার কোনও স্বাস্থ্যসাথী কার্ডও নেই।

বিষয়টি প্রশাসনের নজরে আনেন সুরজিত্ দাস। সঙ্গে সঙ্গে তত্পর হয়ে ওঠে প্রশাসন। সংবাদমাধ্যমের খবর, তড়িঘড়ি ঘণ্টাখানেকের মধ্যে রেবা বসুর স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করে দেওয়া হয়। সেই কার্ডের সাহায্যেই গত শনিবার কোমরের অপারেশন হয়েছে ওই বৃদ্ধার।    

আরও পড়ুন-রাজভাবনে 'এক কাপ চা, একটা বিস্কুট'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.