নন্দীগ্রামে Mamata-র বিরুদ্ধে Suvendu? 'আমিই হারাব', হুঙ্কার শিশিরপুত্রের

সোমবার তেখালির জনসভায় মমতা (Mamata Banerjee) বলেছিলেন,'আমিই যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়?' হর্ষধ্বনিতে তাঁকে স্বাগত জানান উপস্থিত জনতা।

Updated By: Jan 22, 2021, 07:54 PM IST
নন্দীগ্রামে Mamata-র বিরুদ্ধে Suvendu? 'আমিই হারাব', হুঙ্কার শিশিরপুত্রের

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কি পদ্ম চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন? বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল, এভাবে মঞ্চ থেকে প্রার্থী ঘোষণা হয় না বলে জানান শিশিরপুত্র। তবে নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে তিনি প্রার্থী হতে পারেন বলে শুক্রবার ইঙ্গিত দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। দিঘার জনসভায় তিনি বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নন্দীগ্রামে দাঁড়াবেন। দাঁড়ানো উচিত। আমি তাঁকে হারাব।'     

এ দিন শুভেন্দু (Suvendu Adhikari) বলেন,'নন্দীগ্রামে তৃণমূল কোম্পানির মালিক, চেয়ারম্যান মমতা ব্যানার্জি (Mamata Banerjee) দাঁড়াবেন। দাঁড়াবেন কিনা জানি না! বলেছেন দাঁড়াবেন। দাঁড়ানো উচিত। আমি তাঁকে হারাব। আপনারা রামনগরটা দেবেন তো? লোকসভা ভোটে শিশিরবাবুর মতো পরীক্ষিত লোক, তাঁর সঙ্গে আপনারা ৫ হাজারের ব্যবধান করে দিয়েছিলেন। বিধানসভায় ২৫ হাজার ভোটের ব্যবধান দিতে হবে। হাওয়া বুঝতে পারছি। মানুষের ঢল দেখেছি।' 

সোমবার তেখালির জনসভায় মমতা (Mamata Banerjee) বলেছিলেন,'আমিই যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়?' হর্ষধ্বনিতে তাঁকে স্বাগত জানান উপস্থিত জনতা। সে দিনই মমতাকে হাফ লাখ ভোটে হারানোর হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। কিন্তু তিনিই যে প্রার্থী হবেন তা স্পষ্ট করেননি নন্দীগ্রামের সদ্য প্রাক্তন বিধায়ক। বুধবার চন্দননগরের সভায় আরও একবার শুভেন্দু বলেছেন,'আমি মাননীয়াকে বলেছি দুটো কেন্দ্রে দাঁড়াতে দেব না। একটাতেই দাঁড়াতে হবে। শুধু নন্দীগ্রামে লড়তে হবে। বিজেপির প্রার্থী যে-ই হোক, মমতাকে হাফ লাখ ভোটে হারাব।' তবে এ দিন আর 'যে-ই হোক' শোনা যায়নি। বরং শুভেন্দু হুঁশিয়ারির ঢঙেই বলেছেন,'আমিই হারাব'। স্বাভাবিকভাবেই জল্পনা, তিনিই কি মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী? এটা তো সময়ই বলবে।              

আরও পড়ুন- কাজ না করে ফেসবুকে লাইভ দিচ্ছিলেন: Sougata, মীরজাফরের তকমা পেতে হবে: Satabdi

.