লিফটে উঠিনি, সিঁড়ি ভেঙে উঠেছি, কেউ কেউ অতীত ভুলে যায়, ইশারাই কাফি শুভেন্দুর!

শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে ধন্দ তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

Updated By: Oct 31, 2020, 05:13 PM IST
লিফটে উঠিনি, সিঁড়ি ভেঙে উঠেছি, কেউ কেউ অতীত ভুলে যায়, ইশারাই কাফি শুভেন্দুর!

নিজস্ব প্রতিবেদন: আমি প্যারাস্যুটে নামিনি। লিফটে উঠিনি। সিঁড়ি ভেঙে উঠেছি। ছোটলোকদের কথার উত্তর আমি দিই না। নন্দীগ্রামে বিজয়ার সভায় এই কথাগুলিই বললেন শুভেন্দু অধিকারী। কিন্তু এ কথার নিশানায় কে বা কারা? জল্পনা রাজনৈতিক মহলে। শুভেন্দুর বক্তব্যের প্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, ''আমিও লড়াই করে উঠে এসেছি। তবে মমতার নেতৃত্বে আমরা লড়াই করছি, এ কথা ভুলে গেলে না।''

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বলেন,''প্যারাস্যুটে নামিনি। লিফটে উঠিনি। সিঁড়ি ভেঙে উঠেছি। ছোটলোকদের নিয়ে কথা বললে আমি তার উত্তর দিই না। আশ্চর্য হয়ে যাচ্ছি, কেউ কেউ অতীত ভুলে যায়। ধৈর্য্য ও সহ্য ক্ষমতা রয়েছে আমার।'' কারও নাম নেননি শুভেন্দু, তবে ইশারাই কাফি! তার পাল্টা ফিরহাদ হাকিম আবার মন্তব্য করেছেন,''আমিও প্যারাস্যুটে নামিনি। আমরা সবাই লড়াই করে এসেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করে এসেছি। ওঁর হাত ধরে এখানে এসেছি। এটা ভুলে গেলে চলবে না।''    

বেশ কয়েকদিন ধরে গুঞ্জন, শুভেন্দু অধিকারী ও তৃণমূলের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। তা নয়া মাত্রা যোগ করেছে 'আমরা দাদার অনুগামী' ব্যানারে শুভেন্দুর একাধিক সভা। আর তাৎপর্যপূর্ণভাবে সভায় একবারও তৃণমূল নেত্রীর নামটুকু নিচ্ছেন না শুভেন্দু অধিকারী। এই তো রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম মেদিনীপুরে দাঁড়িয়েই রবীন্দ্রনাথকে উধদ্ধৃত করে বলেছিলেন, ''পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব। হাসেন অন্তর্যামী।'' তার দিন কয়েক আগে শুভেন্দু বলেছিলেন,''স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি, আমি করা হল সর্বনাশের মূল।'' সবমিলিয়ে শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে ধন্দ তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন- একুশের আগে সংগঠনে জোর BJP-র, নভেম্বরের শুরুতেই রাজ্যে শাহ  
          

.