আজ সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার শুনানি, চাপে রাজ্য নির্বাচন কমিশন

সিপিএম-এর দায়ের করা মামলার ভিত্তিতে ইমেলে মনোনয়ন জমা দেওয়াকে বৈধ বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Updated By: Jul 3, 2018, 11:01 AM IST
আজ সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার শুনানি, চাপে রাজ্য নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন:  সুপ্রিম কোর্টে মঙ্গলবার পঞ্চায়েত মামলার শুনানি। হাইকোর্টে মামলা, পাল্টা মামলায়   সুপ্রিমকোর্টে যায় রাজ্য নির্বাচন কমিশন। শীর্ষ আদালত ৬৩ শতাংশ আসনের ভোটে সবুজ সংকেত দিলেও, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়া ৩৪ শতাংশ আসনের ভোট নিয়ে কোন রায় দেয়নি। আজ সেই মামলার শুনানি। এই শুনানিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন।

সুপ্রিম কোর্টের মামলা লড়তে দিল্লিতে উপস্থিত রয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়ের মতো শীর্ষ নেতারা। এদিকে রাজ্যের হয়ে সাওয়াল করবেন গোপাল সুব্রমনিয়ম।  সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করছে কুড়ি হাজার ছিয়াত্তর প্রার্থীর ভাগ্য।

আরও পড়ুন: 'হোমে'র লক্ষ্মীই গৃহলক্ষী, সমাজকে বার্তা চিন্ময়ের

সিপিএম-এর দায়ের করা মামলার ভিত্তিতে ইমেলে মনোনয়ন জমা দেওয়াকে বৈধ বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য নির্বাচন কমিশন পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। ১০ মে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্টে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৪ শতাংশ আসনের ফল ঘোষণার ওপরও স্থগিতাদেশ জারি করে বাকি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছিল সুপ্রিম কোর্ট। 

বিশেষজ্ঞরা মনে করছেন, সুপ্রিম কোর্ট যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের বৈধতা না দেয়, তাহলে পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে। তৈরি হতে পারে সাংবিধানিক সংকটও। তা নিয়েই বেশ চিন্তিত রয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এখন দেশের শীর্ষ আদালত কী রায় দেয়, সেটাই দেখার।

.