হুমকি দিয়ে কাঠগড়ায় দিলীপ

"গুলির বদলা গুলি, খুনের বদলা খুন। কার কোথায় গুলি লাগবে কেউ জানে না।"

Updated By: Jun 20, 2018, 12:17 PM IST
হুমকি দিয়ে কাঠগড়ায় দিলীপ

নিজস্ব  প্রতিবেদন :  প্রকাশ্য জমায়েতে হুমকি দেওয়ার ঘটনায় দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিস। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জলপাইগুড়ি জেলা সভাপতি দেবাশিষ চক্রবর্তী সহ ৮ বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছেন জলপাইগুড়ি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার।

মঙ্গলবার জলপাইগুড়িতে বিজেপির আইন অমান্য কর্মসূচি থেকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দিলীপ ঘোষের বিরুদ্ধে। শাসকদলের কর্মীদের উদ্দেশে দিলীপবাবু বলেন, "গুলির বদলা গুলি, খুনের বদলা খুন। কার কোথায় গুলি লাগবে কেউ জানে না।" দিলীপবাবুর এই হুমকির পরই সভায় হইহই করে ওঠেন উপস্থিত বিজেপি কর্মীরা।

আরও পড়ুন, দল সিদ্ধান্ত নিক...আমি নীতিহীনের সঙ্গে থাকব না : উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

এখানেই থামেননি দিলীপ ঘোষ। এরপর তিনি আরও বলেন, "কয়েকদিন পর পুলিসকর্মীদের পরিবারের সদস্যরা নিজেদের পরিচয় দিতে লজ্জা পাবেন। সাধারণ মানুষ এদের সামাজিক বয়কট করবে।" জেলাশাসকের দফতরের সামনে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতির এহেন মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জলপাইগুড়ির পুলিস সুপার অমিতাভ মাইতি।

.