Sukanta Majumdar: ভোট দিতে এসে বিপাকে সুকান্ত মজুমদার! ভোটার লিস্টে কোথায় তাঁর নাম?
Lok Sabha Election 2024: সুকান্ত মজুমদারের বালুরঘাট লোকসভা কেন্দ্রের তপন বিধানসভা অঞ্চলের পতিরামে ১০০ নম্বর বুথের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প করে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি আরও দাবি করেছে যে অভিযোগ জানাতে গেলে বিজেপি-র যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায়কে মারধর করা হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার ১৩ রাজ্যে চলছে লোকসভা নির্বাচন। এরমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যের তিন কেন্দ্রে চলছে লোকসভা ভোট। এর মধ্যে রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। এই বালুরঘাটেই হেভিওয়েট প্রার্থী বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শুক্রবার সকালে তাঁর ভোটকে কেন্দ্র করেই ভোটকেন্দ্রে দেখা গেল সমস্যা। জানা গিয়েছে সুকান্ত মজুমদারের নাম খুঁজে পাওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে একটা সমস্যা হয়েছিল। যেখানে তাঁর স্ত্রীর নাম রয়েছে সেখানে অথবা আশেপাশে তাঁর নাম ছিল না। পরে ভোটার সহায়তা কেন্দ্রে গিয়ে খুঁজে পাওয়া যায় তার নাম।
আরও পড়ুন: Bengal Weather: তীব্র দাবদাহে পুড়ছে বাংলা! তাপপ্রবাহের লাল সতর্কতা ৫ জেলায়
পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিতে বেরিয়ে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার অভিযোগ করেন, তৃণমূল বিভিন্ন জায়গায় অশান্তি পাকাবার চেষ্টা করছে। পুলিসের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগও তুলেছেন তিনি। তবে ফের জয় পাওয়ার বিষয়ে তিনি ‘পুরো আশাবাদী’ বলেই জানিয়েছেন।
বিজেপি-র রাজ্য সভাপতির ওয়ার্ডেই টিএমসি-র মহিলা সমর্থক বিজেপি কর্মীকে ভোট দিতে গেলে থাপ্পড় মেরেছে বলে অভিযোগ করা হয়েছে বিজেপি-র তরফে। সুকান্ত দাড়িপুরের মাঠে রাস্তায় দাঁআর করিয়ে বিজেপি কর্মীরা বলেছেন যে ভোট দিতে গেলে ঝামেলা করছে তৃণমূল।
আরও পড়ুন: West Bengal Lok Sabha Election 2024: দ্বিতীয় দফায় আজ ভোট দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে
অন্যদিকে সুকান্ত মজুমদারের বালুরঘাট লোকসভা কেন্দ্রের তপন বিধানসভা অঞ্চলের পতিরামে ১০০ নম্বর বুথের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প করে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি আরও দাবি করেছে যে অভিযোগ জানাতে গেলে বিজেপি-র যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায়কে মারধর করা হয়।
পাশপাশি বালুরঘাটেই তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ারও অভিযোগ উঠেছে। বালুরঘাট লোকসভার তপন থানার খশুরা অঞ্চলের রামপুর ও কৃষ্ণবাটি বুথে তৃণমূলের টাকা দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। তাদের আরও দাবি, ভোটারদের প্রভাবিত করতে এই সমস্ত কাজ করছে তৃণমূল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)