কংক্রিটের জঙ্গল তৈরি করা যাবে না, বিশ্বভারতীর ভিসির বাড়ির সামনে তুমুল বিক্ষোভ পড়ুয়াদের

পাঁচিল ভাঙার ঘটনার পরিপেক্ষিতে এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিস।

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Aug 17, 2020, 09:21 PM IST
কংক্রিটের জঙ্গল তৈরি করা যাবে না, বিশ্বভারতীর ভিসির বাড়ির সামনে তুমুল বিক্ষোভ পড়ুয়াদের
ছবি-নিজস্ব

নিজস্ব প্রতিবেদন: বিশ্বভারতীর পাঁচিল ভাঙা কাণ্ডে এবার আসরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের দাবি, পৌষ মেলার মাঠে পাঁচিল তোলা যাবে না। এছাড়াও একাধিক দাবিতে বিকেল থেকেই পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয়ে যায় ভিসির বাসভবনের সামনে।

আরও পড়ুন-শান্তিনিকেতনের ঐতিহ্য নষ্ট করে কনস্ট্রাকশন নয়, রাজ্যপালের কটাক্ষের পাল্টা মন্তব্য মমতার

সোমবার  বিকেল পাঁচটা নাগাদ কয়েকশো পড়ুয়া উপাচার্ষ বিদ্যুত্ চক্রবর্ত্তীর বাড়ির সামনে ফেস্টুন,  ব্যানার নিয়ে হাজির হয়। তাঁদের দাবি, মেলার মাঠে পাঁচিল তোলা যাবে না। বিশ্বভারতীকে আমরা কংক্রিটের জঙ্গল হতে দেব না।

এছাড়াও পড়ুয়াদের আরও দাবি, বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অফিসিয়াল কাজ বন্ধ করা চলবে না। কেন্দ্রের নতুন শিক্ষা পদ্ধতি মানি না।  এতে যারা নতুন ভর্তি হবে তারা সমস্যায় পড়বে। পড়ুয়াদের বক্তব্য, ভিসি উদ্দেশ্য প্রণোদিতভাবে সমস্যার সৃষ্টি করছেন। তাঁর পদত্যাগ চাই।

আরও পড়ুন-এবার এক ক্লিকেই জানা যাবে হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীর হালহকিকত

এদিকে, বিক্ষোভ দেখাতে গেল বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের একপ্রস্থ ধস্তাধস্তিও হয়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন লাইট বন্ধ করে দেয় নিরাপত্তারক্ষীরা। এনিয়েই বচসার সূত্রপাত। পড়ুয়াদের অভিযোগ তাদের গায়ে হাত দিয়েছেন নিরাপত্তারক্ষীরা।

অন্যদিকে, পাঁচিল ভাঙার ঘটনার পরিপেক্ষিতে এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিস। পুলিসের দাবি, তাঁরা এখনও কোনও লিখিত অভিযোগ হয়নি। ঘটনার পরেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

.