Ragging: ফের সরকারি স্কুলে ব়্যাগিং? খড়দহে বিক্ষোভ অভিভাবকদের

কয়েক দিন আগেই মেদিনীপুরেও একটি নামী সরকারি স্কুলের  ব়্যাগিংয়ের অভিযোগ ওঠে।

Updated By: Aug 1, 2022, 09:09 PM IST
Ragging: ফের সরকারি স্কুলে ব়্যাগিং? খড়দহে বিক্ষোভ অভিভাবকদের

বরুণ সেনগুপ্ত: ফের সরকারি স্কুলে ব়্যাগিং? অভিযুক্ত পড়ুয়াদের শাস্তির দাবিতে স্কুলে হাজির হলেন অভিভাবকরা। চলল বিক্ষোভ। মেদিনীপুরের পর এবার উত্তর ২৪ পরগনার খড়দহ।

উত্তর ২৪ পরগনার খড়দহ-টিটাগড় অঞ্চলের নামী স্কুল ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস। সেই স্কুলেই এবার ব়্যাগিংয়ের শিকার নিচু ক্লাসের ছাত্রীরা! কীভাবে? অভিভাবকদের অভিযোগ, ক্লাসরুমে তাঁদের জোর করে পোশাক খুলিয়েছে উঁচু ক্লাসে ছাত্রীরা। শুধু তাই নয়, ওই অবস্থায় নাকি ভিডিয়োও করা হয়েছে!

এদিন সকালে স্কুলে জমায়েত করে তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, স্কুলে পুলিস পৌঁছয়। মুখ কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন খড়দহ পুরসভার চেয়ারম্যান নিলু সরকার।

আরও পড়ুন: Chinsurah Suicide: শাশুড়ির সঙ্গে সিরিয়াল দেখার পর আত্মহত্যা? চুঁচুড়ার নববধূর রহস্যমৃত্যু

এদিকে মেদিনীপুরের শহরের নামী সরকারি স্কুলে অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়েও ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে। পরিবারের লোকেদের দাবি, ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ব়্যাগিং করেছে দশম শ্রেণির কয়েকজন ছাত্রী। এমনকী ছুরি নিয়েও নাকি ভয় দেখানো হয়েছে! অভিযোগ দায়ের হওয়ার পর নড়চড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলে বসানো হচ্ছে সিসিটিভি ক্য়ামেরা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.