রাজ্যপালের মন্তব্য স্ববিরোধী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, প্রতিক্রিয়া তৃণমূলের

তাপসবাবু বলেন, 'বিদায়কালে এসব মন্তব্য করে তিনি কি প্রমাণ করলেন যে রাজ্যপাল হিসাবে তিনি তাঁর দায়িত্ব পালন করেননি? আজকের দিনে এই কথাগুলি অর্থহীন।'

Updated By: Jul 27, 2019, 10:39 PM IST
রাজ্যপালের মন্তব্য স্ববিরোধী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, প্রতিক্রিয়া তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন: বিদায়বেলায় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর মন্তব্য স্ববিরোধী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এমনটাই অভিয়োগ তৃণমূল নেতা তথা রাজ্যের পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়ের। শনিবার জ়ি ২৪ ঘণ্টাকে ফোনে তাপসবাবু বলেন, বিদায়বেলায় কেন তিনি এসব বলছেন জানি না। 

এদিন তাপসবাবু বলেন, 'একদিকে রাজ্যপাল বৈষম্যের কথা বলছেন, আরেকদিকে তোষণের কথা বলছেন। দুটো পরস্পরবিরোধী। মুখ্যমন্ত্রীকে আবেগ নিয়ন্ত্রণ করতে বলেছিলেন রাজ্যপাল। আবেগ ছাড়া মানুষ হয় না। রাজ্যপালের এই সমস্ত মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।'

 

তাপসবাবু বলেন, 'বিদায়কালে এসব মন্তব্য করে তিনি কি প্রমাণ করলেন যে রাজ্যপাল হিসাবে তিনি তাঁর দায়িত্ব পালন করেননি? আজকের দিনে এই কথাগুলি অর্থহীন।' 

Exclusive: বিদায়বেলায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর

তৃণমূল নেতার দাবি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হচ্ছে বলে রাজ্যপাল যে মন্তব্য করেছেন তা ভিত্তিহীন। তিনি বলেন, 'এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি কাদের জন্য ক্ষুণ্ণ হচ্ছে তা তিনি ভাল করে জানেন। আমরা তাঁকে তা সময়ে সময়ে জানিয়েছি।'

আগামী মঙ্গলবার শেষ হচ্ছে কেশরীনাথ ত্রিপাঠীর কার্যকাল। ওই দিন পরবর্তী রাজ্যপাল জগদীপ ধনকরের হাতে দায়িত্ব তুলে দেবেন তিনি। তার আগে জ়ি ২৪ ঘণ্টাকে একান্ত সাক্ষাৎকারে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সমস্যা সমাধানে রাজ্য সরকারের সহযোগিতা গ্রহণের মনোভাব তৈরি করা উচিত বলে মন্তব্য করেন তিনি। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তবে কোনও কারণেই রাজ্য সরকারকে সরাসরি কাঠগড়ায় তোলেননি তিনি। 

.