রাতারাতি নির্দেশ বাতিল কমিশনের, আর জমা দেওয়া যাবে না মনোনয়নপত্র

সোমবারই বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, মঙ্গলবারও মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। বেলা ১১ টা থেকে ৩ টে পর্যন্ত সমস্ত এসডিও এবং বিডিও অফিসে আগামিকাল মনোনয়ন পত্র জমা নেওয়া হবে বলে জানানো হয়।

Updated By: Apr 10, 2018, 11:53 AM IST
রাতারাতি নির্দেশ বাতিল কমিশনের, আর জমা দেওয়া যাবে না মনোনয়নপত্র

নিজস্ব প্রতিবেদন: বিজ্ঞপ্তি প্রত্যাহার করল কমিশন। মনোনয়ন  জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির নির্দেশ বাতিল। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কমিশন। আইনি জটিলতার কারণেই নির্দেশ বাতিল বলে সূত্রের খবর।

সোমবারই বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, মঙ্গলবারও মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। বেলা ১১ টা থেকে ৩ টে পর্যন্ত সমস্ত এসডিও এবং বিডিও অফিসে আগামিকাল মনোনয়ন পত্র জমা নেওয়া হবে বলে জানানো হয়।

আরও পড়ুন: মনোনয়ন জমার সময়সীমা আরও একদিন বাড়াল নির্বাচন কমিশন

রাতারাতি সিদ্ধান্ত বদল করল নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে ফের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে কমিশন। জানিয়ে দেওয়া হয়, আইনি জটিলতার কারণেই সময়সীমা বৃদ্ধির নির্দেশ প্রত্যাহার করা হল। এরফলে বিভ্রান্তি তৈরি হয় প্রার্থীদের মধ্যে। অনেকেই মনোনয়ন জমা দিতে এসে ফেরত যান।

আরও পড়ুন: দুমড়ে গেল অনুব্রত মণ্ডলের পাইলট কার, বেরিয়ে এল দেহ ভিতরে উঁকি দিতেই দেখা গেল চাপ চাপ রক্ত

ক্ষোভ প্রকাশ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘মানুষের অধিকার নিয়ে খেলা করা হচ্ছে। আদালতে যেতেই হবে।’

 

 

.