রোগী রেফার রুখতে বিশেষ কন্ট্রোল রুম স্বাস্থ্য ভবনে

Updated By: Sep 25, 2017, 09:11 PM IST
রোগী রেফার রুখতে বিশেষ কন্ট্রোল রুম স্বাস্থ্য ভবনে

ওয়েব ডেস্ক : ঢালাও রোগী রেফার রুখতে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য ভবনে খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। এ বার রোগীকে রেফার করার আগে কন্ট্রোল রুমে ফোন করতে হবে। কেন রেফার করা হচ্ছে, হাসপাতালগুলির কাছে তা জানবে স্বাস্থ্য ভবন। কন্ট্রোল রুম সবুজ সঙ্কেত দিলে তবেই রোগীকে রেফার করা যাবে। আপাতত কলকাতা ও সংলগ্ন দুই জেলা এই নিয়মের আওতায় থাকছে।

পাঁচটি মেডিক্যাল কলেজ, এম আর বাঙ্গুর হাসপাতাল, হাওড়া জেলা হাসপাতাল ও বারাসত হাসপাতাল থেকে রোগী রেফার করতে হলে কন্ট্রোল রুম মারফত তা কার্যকর করতে হবে। মঙ্গলবার রাতে ধূপগুড়ির বাসিন্দা, গুরুতর আহত শাহবুল আলমকে ফিরিয়ে দেয় শহরের চার হাসপাতাল। বাড়ির লোকেরা মুখ্যমন্ত্রীর বাড়ি চলে যাওয়ার পর এসএসকেএম-এ তাঁকে ভর্তি নেওয়া হয়। গোটা ঘটনায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই এবার রোগী রেফারের প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখতে স্বাস্থ্য ভবনে চালু হচ্ছে কন্ট্রোল রুম।

আরও পড়ুন, পুজোর চারদিনই বৃষ্টির সম্ভাবনা, নবমীতে ভাসতে পারে শহর...

.