ফিনিশ কংগ্রেস, দক্ষিণ দিনাজপুরে বিজেপির হাত ধরলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী
নতুন দলে যোগ দিয়ে নীলাঞ্জনবাবু বলেন, 'যে দলেই থাকি অধীররঞ্জন চৌধুরীই আমার নেতা। বাংলায় তৃণমূলি হার্মাদদের অত্যাচারের বিরুদ্ধে অধীরদা যে লড়াই করছেন তার পাশে দাঁড়াচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্ব। তার প্রতিবাদেই বিজেপিতে যোগ দিলাম।'
নিজস্ব প্রতিবেদন: কংগ্রেস বিধায়কদের দলবদলের হিড়িক দেখতে যখন তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে সবার নজর, তখন জেলাতেও ঘর ভাঙল হাত শিবিরের। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়। বিজেপির সঙ্গে হাত মেলালেন মমতা মন্ত্রিসভার প্রাক্তন গ্রহন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী।
বেশ কয়েকদিন ধরে নীলাঞ্জন রায়ের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল। এর আগে একাধিকবার তাঁর বিজেপিতে যোগদানের খবর ছড়ালেও শেষপর্যন্ত পিছিয়ে যায় দিনক্ষণ। এদিন প্রায় ১,৫০০ কর্মী ও দলীয় নেতাদের নিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন নীলাঞ্জন। এর ফলে দক্ষিণ দিনাজপুরে কংগ্রেসের সংগঠন আরও দুর্বল হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নতুন দলে যোগ দিয়ে নীলাঞ্জনবাবু বলেন, 'যে দলেই থাকি অধীররঞ্জন চৌধুরীই আমার নেতা। বাংলায় তৃণমূলি হার্মাদদের অত্যাচারের বিরুদ্ধে অধীরদা যে লড়াই করছেন তার পাশে দাঁড়াচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্ব। তার প্রতিবাদেই বিজেপিতে যোগ দিলাম।'
৭ মাসের শিশুকন্যাকে ধর্ষণে ১৯ বছরের যুবকের ফাঁসির সাজা হল বিজেপি শাসিত রাজ্যে
এদিন বিজেপির সঙ্গে হাত মেলান রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরীও। তাঁর দল বাংলা বিকাশবাদী কংগ্রেস এনডিএকে সমর্থন করবে বলে জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মন্ত্রীর কথায়, 'একদিকে গণতন্ত্রকে হত্যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ২১ জুলাই শহিদ স্মরণ করছেন। এত দুর্নীতিগ্রস্ত সরকার বাংলায় কখনো দেখিনি। গণতন্ত্র বাঁচাতেই আমরা বিজেপিকে সমর্থন করছি। বিজেপিই বাংলায় গণতন্ত্র ফেরাতে পারবে।