দক্ষিণে দাবদাহ, উত্তরে উত্তাপ কমল বৃষ্টিতে

দক্ষিণবঙ্গ যখন দাবদাহে পুড়ছে, তখন উত্তরবঙ্গে স্বস্তির বৃষ্টি। সকাল থেকেই মেঘের ঘনঘটা উত্তরে। বৃষ্টি হয়েছে ইসলামপুর, রায়গঞ্জ, শিলিগুড়িতে। বাদল ধারায় নেমেছে পারদ। এরই মধ্যে উত্তর দিনাজপুরে বজ্রবৃষ্টিতে প্রাণ গেল দুজনের, আহত পাঁচ। ইটাহার থানার মহানন্দপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

Updated By: May 26, 2017, 10:53 PM IST
দক্ষিণে দাবদাহ, উত্তরে উত্তাপ কমল বৃষ্টিতে

ওয়েব ডেস্ক: দক্ষিণবঙ্গ যখন দাবদাহে পুড়ছে, তখন উত্তরবঙ্গে স্বস্তির বৃষ্টি। সকাল থেকেই মেঘের ঘনঘটা উত্তরে। বৃষ্টি হয়েছে ইসলামপুর, রায়গঞ্জ, শিলিগুড়িতে। বাদল ধারায় নেমেছে পারদ। এরই মধ্যে উত্তর দিনাজপুরে বজ্রবৃষ্টিতে প্রাণ গেল দুজনের, আহত পাঁচ। ইটাহার থানার মহানন্দপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

গরম তাড়িয়ে উত্তরে স্বস্তি এলেও দক্ষিণে টেকা দায়। আসানসোল, পুরুলিয়ায় লু বইছে। বিকেল দিকে ঝড় এলেও সে ঝড় শুকনো। বহুদিন ভেজেনি দক্ষিণবঙ্গ। বৃষ্টির আশায় চাতক পাখির মতো বসে রয়েছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে ছবি পাল্টালেও কলকাতাসহ দক্ষিণবঙ্গের অবস্থা সুতীব্র গরমে ক্রমশ অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। 

.