Soumendu Adhikari: জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক

 পুলিস সূত্রে খবর ওই জমি কেলেঙ্কারির সঙ্গে লিঙ্ক পাওয়া গিয়েছে সৌমেন্দুর গাড়ির চালক গোপাল সিংয়ের

Updated By: Jul 12, 2022, 02:23 PM IST
Soumendu Adhikari: জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক

কিরণ মান্না ও বিক্রম দাস: জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক গোপাল সিং। তাঁকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিস।

কাঁথি পুরসভার শ্মশানের জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হয়েছেন গোপাল সিং। কয়েকদিন আগেই এনিয়ে একটি এফআইআর দায়ের হয়। এফআইআর-এ নাম রয়েছে সৌমেন্দুরও।

কাঁথি পুরসভার জমি কেলেঙ্কারি মামলায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিস। এখনও পর্যন্ত ওই মামলায় মোট ৪ জনকে গ্রেফতার করল পুলিস। কাঁথি পুরসভার তরফে একটি এফআইআর করা হয়। সেখানে বলা হয়, কাঁথি পুরসভার বিদ্যুতিক শ্মশানের জমিতে বেআইনিভাবে দোকান বানিয়ে তা বিক্রি করা হয়। ওই এফআইআর-এ শুভেন্দু অধিকারীর ভাই ও তত্কালীন পুর চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর নাম ছিল। আজ সকালে সৌমেন্দুর গাড়ির চালককে গ্রেফতার করল পুলিস। 

এদিকে, পুলিস সূত্রে খবর ওই জমি কেলেঙ্কারির সঙ্গে লিঙ্ক পাওয়া গিয়েছে সৌমেন্দুর গাড়ির চালক গোপাল সিংয়ের। ওই দুর্নীতি মামলায় ঠিকাদার সতীনাথ দাস অধিকারী ও কাঁথি পুরসভার অস্থায়ী কর্মী অলোক সাউকে গ্রেফতার করেছে পুলিস। আজ কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ার দিলীপ বেরা ও অলোক সাউকে কাঁথি আদালতে তোলা হয়। তবে গোপাল সিংয়ের শারীরিক অবস্থা ভালা না হওয়ায় তাকে আজ আদালতে তোলা হয়নি। গোপাল সিং বর্তমানে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন।

আরও পড়ুন-ওঁর দুঃখ বুঝি; বিশেষ কারণে উনি দ্রৌপদীকে সমর্থন করতে পারছেন না, মমতাকে খোঁচা দিলীপের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.