Mamata banerjee: ''বিশ্বাস রাখুন দখল নিতে নয়, ভালোবাসতে আসব'', পাহাড়ে মমতা

 তাঁর বক্তব্য, এক দশক পার হল জিটিএ নির্বাচনের। মিটল শান্তিপূর্ণভাবেই। পৃথক রাজ্যের দাবি ছেড়ে পাহাড়বাসী এখন উন্নয়নের জোয়ারে সামিল হতে চায়।   

Updated By: Jul 12, 2022, 12:50 PM IST
Mamata banerjee: ''বিশ্বাস রাখুন দখল নিতে নয়, ভালোবাসতে আসব'', পাহাড়ে মমতা
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার তিনদিনের সফরে উত্তরবঙ্গ রওনা দেন মুখ্যমন্ত্রী। জিটিএ-র শপথে পাহাড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই পাহাড়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জিটিএ’র (GTA) শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাহাড়ে স্থায়ী শান্তি এবং উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, এক দশক পার হল জিটিএ নির্বাচনের। মিটল শান্তিপূর্ণভাবেই। পৃথক রাজ্যের দাবি ছেড়ে পাহাড়বাসী এখন উন্নয়নের জোয়ারে সামিল হতে চায়। 

জিটিএ’র নির্বাচিত চেয়ারম্যান অনীত থাপা শপথের মঞ্চ থেকেই সুর বেঁধে দিয়েছিলেন। বলে দিয়েছিলেন, পাহাড়ে নতুন যুগের সূচনা হচ্ছে। অনীতের পরই মুখ্যমন্ত্রী পাহাড়ের উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরলেন। এদিন তিনি বলেন, পাহাড়ে এরকম শান্তিপূর্ণ নির্বাচন আগে হয়নি। পাহাড় শান্তি চায়, উন্নয়ন চায়। শান্তি থাকলেই উন্নয়ন হবে। পাহাড়ে যাঁরা ফুটপাতে ব্যবসা করে তাদের জন্য দোকান করা হবে। মিরিকের জন্য আলাদা পরিকল্পনা। পাহাড়ের মানুষ যা করতে পারে তা অনেকেই পারে না। আইটি ইন্ডাস্ট্রির জন্য দার্জিলিং ভাল জায়গার ব্যবস্থা করতে হবে। এখানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শাখা খুলতে চলেছে। দার্জিলিংয়ে মাল্টিলেয়ার পার্কিংয়ের ব্যবস্থা হতে চলেছে।

GTA শপথে গিয়ে মমতা বলেন, গত ১০ বছরে GTA-কে আমরা ৭ হাজার কোটি টাকা দিয়েছি। কার্শিয়ং থেকে রোহিণী পর্যন্ত রোপওয়ের কাজ শুরু হয়েছে। ক্ষয়ক্ষতি রুখতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৪ সালের মধ্যে প্রত্যেকের ঘরে ঘরে জলের পাইপের ব্যবস্থা হবে। পাহাড়ে ইন্ডাস্ট্রিয়াল হাব, শপিং মল হবে। মংপোতে হিল ইউনিভার্সিটি তাড়াতাড়ি তৈরি করতে হবে। 

মমতা জানিয়েছেন, কারও কথায় পাহাড়কে আর অশান্ত হতে দেবেন না। চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে। পাহাড়ে কর্মসংস্থানের জায়গা বাড়বে। মিরিকে ইকো ট্যুরিজম শুরু হবে। চা বাগানগুলিতে হোম স্টে তৈরি হবে। তবে বক্তব্যের শেষে মুখ্যমন্ত্রী বলেন, সুস্থ থাকুন। বিশ্বাস রাখুন আমি আপনাদের দখল নিতে আসব না, আমি ভালবাসতে আসব।  

আরও পড়ুন, Save Water Day: ভূগর্ভস্থ জলস্তর ক্রমশ নামছে, জল-ভাবনার একটি দিন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.