স্ত্রীর টাকা হাতাতে সন্তানকে অপহরণের ছক সত্ বাবার!

বুধবার রাতে  নরেন্দ্রপুরের জয়কৃষ্ণপুরের বাসিন্দা সিরাজ আলি  আচমকা  তাঁর স্ত্রীকে ফোন করে বলেন তাঁকে ও ছেলেকে অপহরণ করা হয়েছে। 

Updated By: Nov 15, 2018, 04:52 PM IST
স্ত্রীর টাকা হাতাতে সন্তানকে অপহরণের ছক সত্ বাবার!

নিজস্ব প্রতিবেদন: প্রথম পক্ষের স্বামী নেই। কয়েক বছর আগে আরও একটা বিয়ে করেন।  স্ত্রীর প্রথম পক্ষের ছেলেকেও মেনে নিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু উদ্দেশ্য ছিল অন্য। আর তা প্রকাশ্যে এল বৃহস্পতিবার।  স্ত্রীর টাকা হাতানোর কারণে ছেলেকে নিয়ে  অপহরণের নাটক করল  সত্ বাবা। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার জয়কৃষ্ণপুর চিয়াড়ি এলাকার ঘটনা।

বুধবার রাতে  নরেন্দ্রপুরের জয়কৃষ্ণপুরের বাসিন্দা সিরাজ আলি  আচমকা  তাঁর স্ত্রীকে ফোন করে বলেন তাঁকে ও ছেলেকে অপহরণ করা হয়েছে।  ২ লক্ষ টাকা মুক্তিপণ দিলে তবেই তাঁদের ছাড়া হবে বলে জানান তিনি।   সেই শুনে সিরাজের বাবা সামসুর আলি নরেন্দ্রপুর থানায় অভিযোগ করেন।

আরও পড়ুন: বিয়ের ১ বছরে মেটেনি চাহিদা,  কালীপুজোর রাতে নিজের স্ত্রীকে ভরা রাস্তায় যা করলেন স্বামী

পুলিশ সাদা পোশাকে সামসুল ও সিরাজের স্ত্রীকে নিয়ে জয়েনপুরে যায়।  সিরাজ ফের ফোন করে নেপালগঞ্জে যাওয়ার কথা বলে। তারপর আবার পৈলান যাওয়ার কথা বলে। পৈলানে পুলিশ গিয়ে দেখে দুই অপহরণকারী সিরাজের বাইকে রয়েছে। সিরাজ ও তাঁর ছেলে রয়েছে একটি প্রাইভেট গাড়িতে।

আরও পড়ুন: বিজেপির রথের পাল্টা খোল করতাল সহযোগে নাম সংকীর্তন কেষ্টর গড়ে!

পুলিশ এসেছে বুঝতে পেরে  দুই অপহরণকারী সাকিল মন্ডল, সাহিল আকন্দ দুজনেই পালিয়া যায়। পুলিস ধাওয়া করলে বাইক নিয়ে একটি গাছে ধাক্কা মারে তারা। পুলিস দুজনকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃতরা দুজনেই বিষ্ণুপুরের বাসিন্দা। দুর্ঘটনায় সাকিল আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি।  সিরাজ ও সাহিলকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

.