তুফান এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের জের, ঘোরানো হল এই ট্রেনগুলির গতিপথ
দেখে নিন ট্রেনগুলির তালিকা
নিজস্ব প্রতিবেদন: তুফান এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের জের। ঘোরানো হল কয়েকটি ট্রেনের গতিপথ।
আরও পড়ুন: চলন্ত তুফান এক্সপ্রেসে আগুন
দেখে নিন ট্রেনগুলির তালিকা
১২০২০ রাঁচি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস ছিল ধানবাদ স্টেশনে, পরে সেটিকে ও শিয়ালদহ ও হাওড়া রাজধানী এক্সপ্রেসকে চিত্তরঞ্জন-ঝাঁঝা-পাটনা দিয়ে ঘোরানো হল।
১৩১৫১ আপ জম্মু তাওয়াই মুগমা স্টেশনে আটকে পড়ে ও ২২৩৮৮ ডাউন ব্লাক ডায়মন্ড কালুবাথান স্টেশনে আটকে পড়ে। এই দুটি ট্রেন ও শক্তিপুঞ্জ এক্সপ্রেসকে আদ্রা দিয়ে ঘোরানো হল
ডাউন রাঁচি হাটিয়া ছোটো আম্বানা স্টেশনে আটকে পড়েছে।
দুর্ঘটনাগ্রস্ত তুফান এক্সপ্রেসটি পাটনা দিয়ে যাবে বলে রেল সূত্রে খবর।
আরও পড়ুন: জলভর্তি বালতিতে ডুবে মৃত্যু মেটিয়াবুরুজের দেড় বছরের শিশুর
প্রসঙ্গত, সোমবার আসানাসোলের রেল ডিভিশনের থাপানগড় স্টেশনে আগুন লাগে ১৩০০৭ আপ শ্রী গঙ্গানগর তুফান এক্সপ্রেসের একটি বগিতে।কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।